Advertisement
Advertisement

Breaking News

Nabanna

চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্ট দিতে হবে ৩০ দিনে, নির্দেশিকা নবান্নের

মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সব দপ্তরে।

Nabanna says aspirants should submit police verification and medical report within 30 days of appointment
Published by: Subhankar Patra
  • Posted:July 10, 2025 2:37 pm
  • Updated:July 10, 2025 2:46 pm  

নব্যেন্দু হাজরা: সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে চাকরিপ্রার্থীর পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক প্রক্রিয়া। এবার চাকরিপ্রার্থীর নিয়োগের সুপারিশ আসার পর তাঁর পুলিশ ভেরিফিকেশন সেরে ফেলতে হবে ৩০ দিনের মধ্যে। এই মর্মে রাজ্যের মুখ্যসচিবের তরফে নির্দেশিকা জারি করল নবান্ন। সংশ্লিষ্ট আধিকারিক এই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে, সতর্ক করা হবে। তারপরও না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Advertisement

নবান্নে খবর যাচ্ছিল পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে। এই বিষয়টি জানতে পেরেই তা রোধ করতে নির্দেশিকা জারি করল নবান্ন। সেই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে চাকরিপ্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্টের প্রক্রিয়া ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে।

আরও জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা কোনও নিয়োগ সংস্থা থেকে চাকরি সুপারিশপত্র আসার পর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ইমেল মারফত চাকরিপ্রার্থীদের বিষয়টি জানিয়ে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল রিপোর্টের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হল সেটাও জানাতে হবে চাকরিপ্রার্থীকে। তাঁকে যদি সশরীরে উপস্থিত থাকতে হয় তাহলেও সেটা করতে হবে ৩০ দিনের মধ্যেই। তারপরই ওই ব্যক্তিকে তাঁর নিজের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দিতে হবে। মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে রাজ্যের সব দপ্তরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement