Advertisement
Advertisement
Aparna Sen

নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক মঞ্চের, বৈঠকে অপর্ণারাও

বৃহস্পতিবার নাগরিক মঞ্চের সাংবাদিক বৈঠকে উপস্থিত অপর্ণা সেন।

Nagarik Mancha: Aparna Sen's letter to CM Mamata Banerjee for women safety
Published by: Sandipta Bhanja
  • Posted:January 9, 2025 4:54 pm
  • Updated:January 9, 2025 4:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে নারী নিরাপত্তার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নাগরিক মঞ্চের। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সেই সাংবাদিক বৈঠকেই উপস্থিত ছিলেন অপর্ণা সেন। তাঁর মন্তব্য, “আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে বা সরকারের তদবীর করতে আসিনি। রাজ্যে নারী নিরাপত্তার জন্যই নাগরিক মঞ্চ আজ একত্রিত হয়েছে।”

Advertisement

অপর্ণা মনে করালেন চব্বিশ সালের আগস্ট মাসের ঘটনা। অভিনেত্রীর মন্তব্য, “আর জি করের ঘটনার পর আমাদের সকলের মনে একটা সাংঘাতিক অভিঘাতের তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সকলেই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। সেই থেকেই ভাবনার সূত্রপাত যে, আমাদের রাজ্যে কী এমন করতে পারি আমরা যাতে নারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত হয়। আর জি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে-পরেও বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি। আমাদের বিশ্বাস, প্রশাসন আমাদের পাশে থাকলে এ রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।” অপর্ণা সেন তাঁর বক্তৃতায় বিশেষভাবে সংযোজন করলেন, “আমরা কিন্তু কারও পদত্যাগ চাইছি না। প্রশাসন যেন নাগরিক সমাজের দাবিগুলো খতিয়ে দেখে, সেটাই আমরা চাইছি। যেটা রাজ্যের পক্ষেও মঙ্গলজনক হবে।”

এদিন অভিনেত্রীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রিমঝিম সিংহরায়। যার হাত ধরেই গত আগস্টের উত্তাল কলকাতায় শুরু হয়েছিল ‘রিক্লেইম দ্য নাইট’। সেই বৈঠকে অপর্ণা সেন জানান, “বাচ্চারা যদি ছোটবেলা থেকে যথাযথ শিক্ষা পায়, তাহলে আর জি করের মতো ঘটনা ঘটে না। রাজ্যের পুলিশরা যদি নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে এহেন ঘটনা ঘটে না। আর জি করের ঘটনাটা গণতন্ত্রের চেতনা ফিরিয়ে দিয়েছিল। কত মানুষ পথে নেমে প্রতিবাদ করেছেন। গণতন্ত্রের নাগরিক হিসেবে চেতনা জাগ্রত হয়েছিল বলেই সেই প্রতিবাদ আমরা সকলে দেখেছি। আজও আমরা সেই কারণেই একত্রিত হয়েছি নাগরিক মঞ্চের তরফে। নারী নিরাপত্তার দাবি নিয়ে প্রশাসনের সমস্ত দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা সকলেই ভাবি, পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ। সেটা যেন প্রকৃত অর্থেই সত্যি হয়।” প্রসঙ্গত বিরোধী দলের তরফে অভিযোগ উঠলেও পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা দেশের অন্যান্য রাজ্যের থেকে যে এগিয়ে, সেটাও উঠে এসেছে এক সমীক্ষায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ