সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আজ, শুক্রবার বিকেলেই ১৬ বছর আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত স্বপ্নের মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রেলমন্ত্রী হিসাবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন মমতাই। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল। বিধানসভা ভোটের মুখে ‘রাজনীতি করতে’ লোকদেখানো উদ্বোধনে আসছেন মোদি।
শুক্রবার বিকেল ৪ টে বেজে ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন মোদি। এবারের বঙ্গসফরে মোদি মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ – এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।
প্রসঙ্গত, উদ্বোধনের পর দমদমে সভা করবেন মোদি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু দেখা গিয়েছে, মেট্রোর উদ্বোধন কর্মসূচির পাশাপাশি এখানেও আমন্ত্রণ পাননি বঙ্গবিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারই এই প্রসঙ্গে দিলীপকে বলতে শোনা যায়, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। কিন্তু তাঁর আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.