Advertisement
Advertisement
Election Commission

রাজারহাটে SIR নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্থানীয়দের

বুধবার রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন।

Election Commission holds meeting on SIR in Rajarhat, locals protest outside with placards
Published by: Subhankar Patra
  • Posted:October 8, 2025 5:27 pm
  • Updated:October 9, 2025 9:27 am   

ফারুক আলম, বিধাননগর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্যে প্রথম বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। রাজারহাট নিউটাউন বিধানসভা ও রাজারহাট গোপালপুর বিধানসভার আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রাজারহাটে সেই বৈঠকের সময় ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না প্লিজ!’

Advertisement

বুধবার রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠর শুরুর আগেই যাত্রাগাছি, গৌরাঙ্গনগর, বাগুইআটি এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা মূলত মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। হাতে ভোটার, আধার কার্ড নিয়েই বিক্ষোভ দেখান তাঁরা। তবে তা শান্তিপূর্ণ বিক্ষোভই ছিল। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, “আমরা ভারতের বাসিন্দা। আমাদের সবকিছুই আছে। দীর্ঘদিন ধরে ভারতে রয়েছি। আমাদের নাম বাদ দেবেন না।” এসআইআরের ফলে অনেক বাসিন্দাদের মনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় চেপে বসেছে তা আরও একবার সামনে এল বলে মনে করছেন ওয়াকিবহল মহল।

National Election Commission holds meeting on SIR in Rajarhat, locals protest outside with placards

সত্যজিৎ রায় ভবনে এসআইআর নিয়ে বৈঠকে বসেন, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন এসডিও, বিডিও থেকে বিভিন্ন এলাকার বিএলওরা। এসআইআর হলে কীভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোন পদ্ধতিতে কাজ চলবে। ভিডিও প্রেজেন্টেশন করে বিষয়টি দেখানো হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ