রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২১-এর নির্বাচনে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়েও লাভ হয়নি বাম-কংগ্রেসের। তবে ভাঙড় থেকে জিতে বিধায়ক হয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। ছাব্বিশের আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনে নওশাদ। দ্রুত জোট চেয়ে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি।
বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দল। বঙ্গে তিনটি সভা করে ফেলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাম-কংগ্রেস-আইএসএফ কী আবার বাংলায় জোট বেঁধে লড়বেন, নাকি এককভাবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে সোমবার জোটের আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ। শোনা যাচ্ছে, এবারও বিমান বসুর নেতৃত্বেই জোট চাইছেন তিনি। যদিও আদৌ জোট হবে কি না, হলে কার ভাগে কত আসন থাকবে, তা একেবারে অজানা।
প্রসঙ্গত, ২০২১ সালে বাম, কংগ্রেস ও আইএসএফ জোট বেঁধেছিল। পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। যার নেতৃত্বে ছিলেন খোদ বিমান বসু। তবে ভোটের বাক্সে কার্যত কোনও সাড়াই ফেলতে পারেনি এই সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জয় পায়নি। তবে আইএসএফ খাতা খুলেছিল। ভাঙড় আসনে জিতেছিলেন নওশাদ। সংযুক্ত মোর্চার দখলে ছিল ওই একটি মাত্র আসনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.