Advertisement
Advertisement

Breaking News

Student Credit Card

গত অর্থবর্ষে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছেন প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী, তথ্য ব্রাত্যর

মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত প্রশ্ন করেন বিধায়ক মনোজ ওরাওঁ।

Nearly 20,000 students received student credit card benefits in the last financial year
Published by: Subhankar Patra
  • Posted:September 3, 2025 12:47 pm
  • Updated:September 3, 2025 12:47 pm   

স্টাফ রিপোর্টার: বিগত আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী ঋণ পেয়েছেন বলে বিধানসভায় তথ‌্য দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু। মঙ্গলবার বিধানসভায় উত্তরবঙ্গের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ প্রশ্ন করেন বিগত অর্থবর্ষে কতজন ছাত্রছাত্রী এই ঋণের সুবিধা পেয়েছেন। তার জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২৪-’২৫ অর্থবর্ষে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৯ হাজার ৪৭১ জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন।

Advertisement

তার সঙ্গেই আলিপুরদুয়ার জেলার চিত্রটাও জানতে চান বিধায়ক। ব্রাত‌্য জানান, আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এই সংখ‌্যাটা ২৭০ ও কুমারগ্রাম ব্লকের ক্ষেত্রে ২১ জন ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ‌্যমে ঋণ পেয়েছেন।

‘২১ বিধানসভা নির্বাচনের সময় ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট প্রকল্প শুরু করবেন। তৃতীয়বার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পালন করেন মুখ্যমন্ত্রী মমতা। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সহজ শর্তে ব্যাঙ্কগুলি থেকে ঋণ পান। যার গ্যারেন্টার সরকার। প্রকল্পের সুবিধা নিয়ে, পড়ুয়ারা নিজেদের স্বপ্ন পূরণ করেছেন।

মঙ্গলবার বিধানসভায় প্রশ্নের উত্তরে সেই তথ্য দিয়েই  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ২০২৪-’২৫ অর্থবর্ষে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৯ হাজার ৪৭১ জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ