অর্ণব আইচ: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গল্ফগ্রিনে মহিলা হত্যা রহস্যের সমাধান। গ্রেপ্তার ভাইপো। পুলিশের একটানা জেরার মুখে ভেঙে পড়ে ধৃতের দাবি, টাকা ধার দেননি পিসি। উলটে অপমান করেছিলেন। বদলা নিতেই রান্নাঘরের ছুরি দিয়ে কুপিয়ে খুন।
বুধবার সন্ধেয় গল্ফগ্রিন থানার পিছনের ফ্ল্যাটের খাটের তলা থেকে ৪০ বছরের নাফিসার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাতারাতি সেই হত্যাকাণ্ডের সমাধান করল কলকাতা পুলিশ। পাকড়াও ‘খুনি’। গতকাল রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেপ্তার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা। রাতভর জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে।
পুলিশ সূত্রে খবর, ঋণ মেটাতে পিসির কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিল সাবির। কিন্তু টাকা দিতে চাননি ওই মহিলা। তখনই তাঁকে মারধর করতে শুরু করে সাবির। নিজেকে বাঁচাতে রান্নাঘর থেকে ছুরি হাতে তুলে নেন ওই মহিলা। পালটা ছুরি ছিনিয়ে নিয়ে মহিলাকে বারবার কোপ মারে সাবির। ঘরের মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু নিশ্চিত করতে শেষে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। আজ তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকায় থাকতেন মা ও মেয়ে। নাফিসার মায়ের বাড়ির কাছেই একটি চায়ের দোকান রয়েছে। নাফিসা কাজ করতেন প্রিন্স আনোয়ার শাহ রোডের নামী শপিং মলের একটি দোকানে। এদিন সকালে নাফিসার মা বাড়ি থেকে বেরিয়ে যান। নাফিসাও জানিয়েছিলেন, তিনি দোকানে যাচ্ছেন। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার পর যখন ঘরের ভিতর মেয়ের মোবাইল দেখতে পান, তিনি একটু অবাকই হন। কিন্তু মেয়ের হদিশ তিনি পাননি। খোঁজাখুঁজি করতে দেখেন খাটের তলা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত বের হচ্ছে। তাঁরা টর্চ জ্বালাতেই দেখতে পান, খাটের তলায় একটু ভিতরের দিকেই পড়ে রয়েছে নাফিসার রক্তাক্ত দেহ। রাতারাতি এই খুনের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.