Advertisement
Advertisement
Alipore Zoo

চিড়িয়াখানার নতুন আকর্ষণ, চেন্নাই থেকে কলকাতায় আসছে সবুজ অ‌্যানাকোন্ডা

সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে।

New attraction at Alipore zoo, green anaconda coming to Kolkata from Chennai
Published by: Suhrid Das
  • Posted:May 20, 2025 9:52 am
  • Updated:May 20, 2025 11:34 am   

নিরুফা খাতুন: বেশ কয়েক বছর ধরেই খোঁজ চলছিল। এমনকী বিদেশেও। কিন্তু কোনও সূত্রেই মিলছিল না হদিশ। তবে হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশেষে সন্ধান মিলেছে সবুজ অ‌্যানাকোন্ডার। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক থেকে আনা হচ্ছে কলকাতায়। আলিপুরে হলুদ অ‌্যানাকোন্ডাও পাঠিয়েছিল মাদ্রাজ। গত মাসেই আলিপুর চিড়িয়াখানার একটি দল চেন্নাইয়ে যায়। মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্কে একেজাড়া সবুজ অ‌্যানাকোন্ডা পছন্দ করে এসেছেন তাঁরা। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির অপেক্ষা। কেন্দ্রীয় জু অথরিটির সবুজ সংকেত পেলেই জোড়া সবুজ অ‌্যানাকোন্ডা আলিপুর নিয়ে আসা হবে।

Advertisement

ঘন গভীর আমাজনের অরণ্যে মৃত্যুদূত হিসাবে পরিচিত অ্যানাকোন্ডা। হলিউড থেকে শুরু করে টলিউডেও ছবিতে দেখা গিয়েছে অ‌্যানাকোন্ডা। দৈত‌্যাকার এই সাপ আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল বছর পাঁচেক আগে। ২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক থেকে চারটি হলুদ অ‌্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল। দর্শকদের চমক দিয়েছিল কর্তৃপক্ষ। সবুজ অ‌্যানাকোন্ডা হলুদ অ‌্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত‌্যাকার এই সাপের দৈর্ঘ‌্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজির মতো। গত তিন বছর ধরে তার খোঁজ চালাচ্ছে আলিপুর। সবুজ অ‌্যানাকোন্ডার জন্য  বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক একজোড়া সবুজ অ‌্যানাকোন্ডা পাঠাতে রাজি হয়েছে। কথাবার্তা সব চূড়ান্ত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় জু অথিরিটি ছাড়পত্র দিলে তাকে নিয়ে আসা হবে।

দেশের মধ্যে মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্কেই রয়েছে সবুজ অ‌্যানাকোন্ডা। এর আগেও সবুজ অ‌্যানাকোন্ডা চেয়ে মাদ্রাজের দ্বারস্থ হয়েছিল আলিপুর। কিন্তু সেবার তাদের খালি হাতে ফিরতে হয়েছিল। মাদ্রাজ ফিরিয়ে দেওয়ার পর রাজ‌্য জু অথরিটি ওয়ার্ল্ড অ‌্যাসোসিয়েশন অফ জু অ‌্যান্ড অ‌্যাকোয়ারিয়াম (ডব্লুএজেডএ)-এর দ্বারস্থ হয়েছিল। তারাও খালি হাতে ফিরিয়ে দেয়। ফের মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে সবুজ অ‌্যানাকোন্ডা চেয়ে আবেদন করে আলিপুর কর্তৃপক্ষ। এবার আর হতাশ করেনি মাদ্রাজ। জানা গিয়েছে, দুটি সবুজ অ‌্যানাকোন্ডার শাবক তারা দিচ্ছে। বিনিময়ে তারা আলিপুরের কাছে শাঁখামুটি কিংবা ইগুয়ানা সাপ চেয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ