Advertisement
Advertisement
Kasba Law College

কলেজের গার্ড রুম মনোজিতের ‘বিচার ঘর’, হুকুম না মানলে ‘সবক’ শেখাত সঙ্গীরা! তদন্তে বিস্ফোরক তথ্য

নির্যাতন বা অত্যাচারের হাত থেকে ছাত্রীরাও বাদ যেতেন না, দাবি ধৃত গার্ডের।

New facts emerges in Kasba Law College case
Published by: Paramita Paul
  • Posted:July 2, 2025 1:29 pm
  • Updated:July 2, 2025 5:26 pm   

স্টাফ রিপোর্টার: আইন কলেজের গার্ড রুম ছিল মনোজিৎ মিশ্রর ‘বিচার ঘর।’ কেউ মনোজিতের বিরোধিতা করলেই সেই ছাত্র বা ছাত্রীকে ‘সবক’ শেখানো হত, এমনই অভিযোগ এসেছে পুলিশের কাছে। সেই সূত্র ধরেই সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীর ঘর বা গার্ড রুম থেকে উদ্ধার হয়েছে হকি স্টিক ও রড। ওই ঘরের ভিতর বহু ছাত্রকে ‘শিক্ষা’ দেওয়ার নাম করে মারধর করা হত, এমনকী, কিছু ক্ষেত্রে নির্যাতন বা অত্যাচারের হাত থেকে ছাত্রীরাও বাদ যেতেন না, তদন্ত চলাকালীন এমন অভিযোগও এসেছে পুলিশের কাছে। কসবায় আইনের কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের তদন্তে জেরার মুখে ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশের সূত্র।

Advertisement

পুলিশের সূত্র জানিয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীর ঘর বা গার্ড রুমকে ইচ্ছামতো ব্যবহার করত ওই কলেজের প্রাক্তন ছাত্র তথা কর্মী মনোজিৎ মিশ্র। অভিযোগ উঠেছে, ওই গার্ড রুমের ভিতরই ‘ক্যাঙারু কোর্ট’ বসাত মনোজিৎ। তাতে অন্য অভিযুক্ত জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এবং মনোজিৎ মিশ্র তথা ম্যাঙ্গোর অন্য সঙ্গীরা তাকে সাহায্য করত বলে অভিযোগ পুলিশের।

অভিযোগ, ওই আইন কলেজের কোনও ছাত্র বা ছাত্রী যদি মনোজিৎ বা তার কোনও ঘনিষ্ঠর কথা না শুনতেন, অথবা কোনওভাবে বিরোধিতা করতেন, তবে প্রথমে তাঁকে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে হুমকি ও ভয় দেখানো হত। তাতেও কাজ না হলে তাঁদের জোর করে টেনে গার্ড রুমে নিয়ে যাওয়া হত। এভাবে কয়েকজন ছাত্রকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে হকি স্টিক বা রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গত বুধবার রাতে ধর্ষণের ঘটনার সময় যখন গার্ড রুমের ভিতর ওই নির্যাতিতা বিবস্ত্র হতে রাজি হননি, তখন তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয়। তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। এই ব্যাপারে আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ