Advertisement
Advertisement
Mamata Banerjee

‘যদি থাকত একটা ছোট্ট বাগান…’ মহানবমীর শুভেচ্ছা জানিয়ে নিজের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

এবার কন্ঠে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী।

New song written and composed by Mamata Banerjee released
Published by: Kousik Sinha
  • Posted:October 1, 2025 2:06 pm
  • Updated:October 1, 2025 2:27 pm   

নব্যেন্দু হাজরা: প্রশাসন সামলানোর পাশাপাশি সংস্কৃতির সঙ্গেও নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজোতেও তাঁর একাধিক গান প্রকাশ পেয়েছে। শহরের বিভিন্ন মণ্ডপে বাজছে সেই গান। ব্যতিক্রম হল না বুধবারও। বাংলার মানুষকে মহানবমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেই গান নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন প্রশাসনিক প্রধান। এবার কণ্ঠে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। শুধু লেখা নয়, সুরটাও দিয়েছেন মমতাই।

Advertisement

তা শেয়ার করে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘যদি থাকত একটা ছোট্ট বাগান/তবে কলি হয়ে রোজ ফুটতাম। সকলকে জানাই মহানবমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’

মহানবমী মানেই উৎসবের শেষ বেলা। বিষাদের সুর। মায়ের এবার কৈলাসে ফেরার পালা। কিন্তু শেষ বেলাতেও প্যান্ডেল হপিংয়ের শেষ নেই বাঙালির। এদিন সকাল থেকে শহরের সমস্ত পুজো মণ্ডপগুলিতে দর্শকদের ভিড়। উৎসবের আবহেই মুখ্যমন্ত্রীর নতুন গান অন্য মাত্রা যোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানটি ৬ মিনিট ৬ সেকেন্ডের। গেয়েছেন চক্রবর্তী ইমন চক্রবর্তী। তাঁর অসাধারণ গায়কীতে বাংলার সঙ্গে বিশ্বের এই যোগসূত্র যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।

প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এই বছরও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেসব গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি নতুন গান আজ বুধবার এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ