Advertisement
Advertisement

Breaking News

Howrah Station

হাওড়া-খড়গপুর শাখায় সময়ে লোকাল ট্রেন চালাতে উদ্যোগী রেল, কবে মিলবে সুরাহা?

হাওড়া স্টেশনের 'জিরো মাইলে' তৈরি করা হচ্ছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম।

New Station at Howrah Zero Mile to Ease SE Railway Traffic

হাওয়ার জিরো মাইলে প্ল্যাটফর্ম নম্বর ১৬ তৈরির কাজ চলছে। নিজস্ব ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 17, 2025 2:08 pm
  • Updated:July 17, 2025 4:03 pm  

সুব্রত বিশ্বাস: দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচলে মসৃণতা আনতে হাওড়া স্টেশনে ব্রিটিশ আমলের ‘জিরো মাইলে’ গড়ে উঠছে ১৬ নম্বর প্ল্যাটফর্ম। পণ্য পরিবহণের এই স্থলটিতে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ। এই স্টেশনে ট্রেন চলাচল শুরু হলে দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের প্রভূত উপকার হবে।

Advertisement

এই প্ল্যাটফর্মের একেবারে পাশে হাওড়া মেট্রো স্টেশন। ফলে দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীরা মেট্রো ধরে সরাসরি কলকাতায় পৌঁছতে পারবে। প্ল্যাটফর্ম তৈরি দ্রুততার সঙ্গে শেষ হলেও আশু সমস্যা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বা বেরনোর পরিস্থিতি এখনও অনুকূল নয়। মূলত সিগন্যালের সমস্যা রয়েছে এই স্টেশনটির ক্ষেত্রে। হাওড়ার সিনিয়র ডিওএম রাজীব রঞ্জন জানান, ইয়ার্ডের সামান্য রিমডেলিং করতে হবে এজন্য। তবে সিগন্যাল ও টেলিকম বিভাগ এখন এই প্ল্যাটফর্মে ঢোকা-বেরনোর পথ খুঁজছে। রুট রিলে সিস্টেমের মধ্যে প্ল্যাটফর্মটিকে কীভাবে আনা হবে তা এখনও নিশ্চিত না হওয়ায় তা কবে চালু হবে, সেটা নিশ্চিতভাবে জানাতে পারেনি অপারেশন বিভাগ। রাজীব রঞ্জনের কথায়, ১৬ নম্বর প্ল্যাটফর্মটি চালু হলে দক্ষিণ-পূর্ব রেলের ৩০ থেকে ৪০টি লোকাল ট্রেন ওই স্টেশন থেকে চলতে পারবে।

প্ল্যাটফর্মটি ছোট হওয়ায় দূরপাল্লার ট্রেন সেখান থেকে চালানো সম্ভব নয়। তবে দূরপাল্লার জন্য নিউ কমপ্লেক্সে ২৪ নম্বর প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে। আগামী পুজোর আগেই ওই প্ল্যাটফর্মটি থেকে ট্রেন চলার কথা। ওই প্ল্যাটফর্ম থেকে প্রায় পনেরোটি দূরপাল্লার ট্রেন চলতে পারবে। তবে এজন্য শালিমার থেকে আর কোনও দূরপাল্লার ট্রেন হাওড়ায় স্থানান্তর করা হবে না। হাওড়া স্টেশনের শতবর্ষ পূর্তি উৎসবে হাওড়ার ডিআরএম ঘোষণা করেছিলেন, দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচলের সমস্যা মেটাতে আগামী দেড় মাসের মধ্যে তৈরি হয়ে যাবে নতুন ১৬ নম্বর প্ল্যাটফর্ম। দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনগুলি সেখান থেকে চলবে। এরপরেই উৎসাহ দেখা দেয় হাওড়া-খড়গপুর শাখার যাত্রীদের মধ্যে। তবে সিনিয়র ডিওএম জানিয়েছেন, ঠিক কবে থেকে চলবে এটা এখনও নিশ্চিত না হলেও পথ খোঁজা হচ্ছে, যাতে তাড়াতাড়ি ওই প্ল্যাটফর্মটি চালু করা সম্ভব হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement