অর্ণব আইচ: চরবৃত্তির জাল ছড়িয়ে বাংলাতেও? ‘পাক চর খুঁজতে’ কলকাতার এনআইএ অভিযান! সূত্রের দাবি, কলকাতার পার্ক সার্কাস, আলিপুর, বেনিয়াপুকুর এবং খিদিরপুরে চলছে তল্লাশি।
শনিবার সকাল থেকে বাংলা, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবংর অসমে এনআইএ হানা দিয়েছে। সবমিলিয়ে মোট ১৫টি এলাকায় চলছে তল্লাশি। পাক চর, স্লিপার সেলের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক সিআরপিএফ জওয়ান। সেই সূত্র ধরেই এই তল্লাশি। কলকাতা তার কিছু ‘খোঁচর’ ছিল বলে খবর। এমনকী, এখান থেকে সিম নেওয়া হয়েছিল বলেও খবর। সেই সূত্রে ধরেই এই তল্লাশি বলেই দাবি।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর গোয়েন্দারা জানতে পারেন বেশ কয়েকজন ‘গদ্দার’ দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। এরপরই গ্রেপ্তার করা হয় ‘সুন্দরী’ ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য হাতে আসে গোয়েন্দাদের। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ ক’জনকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার মধ্যেই ছিল এই সিআরপিএফ জওয়ান। সূত্রের খবর, গত দু’বছর ধরে সে চরবৃত্তি করে গিয়েছে। অবশেষে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে এনআইএ।
কী কী তথ্য পাকিস্তানে পাচার করেছিলেন ওই সিআরপিএফ জওয়ান? এনআইএ সূত্রে জানা গিয়েছে, সেনাদের গতিবিধির বিবরণ, ভারতের গোয়েন্দাদের বিভিন্ন রিপোর্ট, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের মতো বহু সংবেদনশীল তথ্য তিনি আইএসআইয়ের হাতে তুলে দিয়েছিল। তার তৈরি করা জাল গোটাতেই দেশজুড়ে সক্রিয় এনআইএ। চলছে তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.