Advertisement
Advertisement
Jakir Hossain

জাকির হোসেনের উপর হামলা, প্রমাণের অভাবে মুক্ত ৩, প্রশ্নে NIA-র ভূমিকা

২০২১ সালে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন তৃণমূলের জাকির হোসেন।

NIA released 3 accused on attack over Jakir Hossain
Published by: Subhankar Patra
  • Posted:September 24, 2025 4:13 pm
  • Updated:September 24, 2025 4:13 pm   

অর্ণব আইচ: এনআইএ-র তদন্তে গাফিলতি! রাজ্যের প্রাক্তনমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার মামলায় আদালতে মুখ পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের। অভিযুক্ত তিনজনকে বেকসুর খালাস করল আদালত। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না মেলায় খালাস করল ব্যাঙ্কশাল বিচারভবন আদালত। 

Advertisement

২০২১ সালে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে কলকাতায় আসার জন্য তিস্তা-তোর্সা এক্সপ্রেসে চাপার জন্য এসেছিলেন তৎকালীন মন্ত্রী। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অন্ধকারে পড়ে থাকা একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সিআইডি তদন্ত শুরু করে। পরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তকারীরা ইশা খান, আবু সামাদ, সইদুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করেন। তাঁদের বিরুদ্ধে চার্জশিটও জমা দেওয়া হয়। কিন্তু আজ, বুধবার শুনানিতে তাঁদের খালাস করা হল। কিন্তু কেন?

আদালত সূত্রে, জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি জাতীয় তদন্ততকারী সংস্থা। ধৃতদের কেউ শনাক্ত করতে পারেনি। তাঁদের থেকে কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি। এমনকী তৎকালীন মন্ত্রী তিস্তা-তোর্সা এক্সপ্রেসে সফর করছিলেন বা করতে যাচ্ছিলেন সেটাও প্রমাণ করতে পারেনি এনআইএ। সঙ্গে আদালত প্রশ্ন তুলে বলে, জাকির হোসেনের তৎকালীন ১২জন নিরাপত্তারক্ষীর কেউই আহত হয়নি এটা কী করে সম্ভব? শুনানির পর উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ধৃত তিনজনকেই খালাস করল আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ