Advertisement
Advertisement
SSC

আপাতত চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা নয়! রাজ্যের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।  

No allowance for SSC group C and Group D employees, Says Calcutta High Court

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2025 11:37 am
  • Updated:June 20, 2025 4:49 pm  

গোবিন্দ রায়: চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এই সংক্রান্ত নির্দেশিকায় আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ আপাতত সরকারের তরফে কোনও ভাতা পাচ্ছেন না চাকরিহারা অশিক্ষক কর্মীরা।

বেলাগাম দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির গোটা প্যালেন বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা। তবে গ্রুপ-সি ও ডি-এর ক্ষেত্রে পুরনো নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। তাঁদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা।

শুক্রবার সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর প্রশ্ন, যেখানে দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে সেখানে কীসের ভিত্তিতে, কেন বাড়িতে বসে টাকা পাবেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা? এরপরই বিচারপতির আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে এবিষয়ে হলফনামা পেশ করতে হবে। এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “এভাবে কাউকে টাকা দেওয়া যায় না। গোটা সিদ্ধান্তটাই বেআইনি। বিচারপতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।” আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, “এটা হওয়ারই ছিল।” জানা গিয়েছে, রাজ্য ও মামলাকারী, উভয়পক্ষকেই হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement