Advertisement
Advertisement
Metro

দীর্ঘক্ষণ বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

কেন বন্ধ থাকবে পরিষেবা?

No metro services between Mahanayak uttam kumar and Shahid khudiram stations on next Sunday

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 28, 2025 6:15 pm
  • Updated:August 28, 2025 6:28 pm  

নব্যেন্দু হাজরা: ব্লু লাইনের মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।

Advertisement

কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট, রবিবার বেলা ৩টে পর্যন্ত কাজ চলবে। তার ফলে বন্ধ থাকবে পরিষেবা। রবিবার বিকেল ৪টের পর চালু হবে মেট্রো চলাচল।

ওই একই বিজ্ঞপ্তিতে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য় বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে ওইদিন সকাল ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা।

উল্লেখ্য, মেট্রোয় দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী নির্ধারিত সময়ের অনেক দেরিতে মিলছে পরিষেবা। আবার একের পর এক মেট্রো স্টেশনে দরজা খুলে দাঁড়িয়ে পড়ছে মেট্রো। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। আবার এদিকে, বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশন। চলছে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। কখনও কখনও কাটা রুটে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরামের মতো প্রান্তিক স্টেশনের যাত্রীদের সেক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারই মাঝে আগামী রবিবার আবার দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। তার ফলে পুজোর মুখে যাত্রী ভোগান্তি যে চরমে পৌঁছবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement