Advertisement
Advertisement
Mamata Banerjee

এবার ২১ জুলাইতে কেন বৃষ্টি হল না? ব্যাখ্যা মমতার

প্রতি বছর একুশে জুলাইয়ে বৃষ্টি যেন পরিচিত ছবি।

No rain on 21 July, why explain Mamata Banerjee
Published by: Sayani Sen
  • Posted:July 21, 2025 3:59 pm
  • Updated:July 21, 2025 3:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি। সামনে ছাতা মাথায় সারি সারি মানুষের ভিড়। প্রতি বছর একুশে জুলাইয়ে যেন পরিচিত ছবি। তবে এবার সম্পূর্ণ আলাদা। বৃষ্টি হয়নি একফোঁটাও। সঙ্গে তীব্র গরম। আবহাওয়ার বদল নিয়ে আলোচনার অন্ত নেই। বৃষ্টি না হওয়ার কারণ অবশ্য ব্যাখ্যা করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন, “এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এবার নতুন খেলা শুরু হয়েছে। চোখ দিয়ে জল নয়, এবার আগুন বেরবে।”

21 July Shahid Diwas: Mamata Banerjee calls for strong protest to protect Bengali language from Dharmatala.
একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

বলে রাখা ভালো, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বৃষ্টি ভিজে বক্তব্য রাখেন।

বৃষ্টি ভিজে গত বছরের একুশে জুলাইয়ে মঞ্চে অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বৃষ্টির দাপট কমে ঠিকই। তা সত্ত্বেও ভিজে যান খোদ দলনেত্রী। তিনি নিজে বলেন, এই বৃষ্টি তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। তাঁর কথায়, “এটা বর্ষাকাল, শ্রাবণ মাস, আমাদের প্রতিবারই ভেজায়। যদি মনে করেন এটা আশীর্বাদ-আশীর্বাদ, যদি মনে করেন শহিদদের চোখের জল-চোখের জল, এই জলটা একটু থাকে। কারই এই জল ছাড়া মানুষ বাঁচে না। জলের আর এক নাম জীবন। বৃষ্টি হচ্ছে ২১ জুলাই। এই বৃষ্টিই বলে দিচ্ছে ২৪-এ সৃষ্টি হবে। ইন্ডিয়ার নতুন করে জন্ম হবে। ইন্ডিয়ার নতুন করে সৃষ্টি হবে।”

Mamata Banerjee
গত বছরের একুশে জুলাইয়ে বৃষ্টি ভিজে বক্তব্য রাখেন মমতা

চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যাপক ফল করে তৃণমূল। এবার লক্ষ্য বিধানসভা নির্বাচন। আগামী বছরেই ফের ভোটাভুটি। একুশের মঞ্চ থেকে যেন ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “এবার খেলায় বোল্ড আউট করতে হবে। একেবারে ছক্কা মারতে হবে।” সেকথা মেনে ভোট প্রস্তুতি যে আজ থেকেই শুরু হয়ে গেল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ