ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: অপারেশন সিঁদুর আবহে সরকারি চাকুরেদের ছুটি বাতিল হয়েছিল। এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার। অর্থাৎ এখন প্রয়োজনমতো ছুটি নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা।
ভারত-পাক যুদ্ধের আবহে এবার সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছিল নবান্ন। মঙ্গলবার পর্যন্ত জারি ছিল এই নির্দেশিকা। তবে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলছিল । তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হচ্ছিল। নিজের এলাকা ছাড়তেও বারণ করা হয়েছিল। যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তবে যারা অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন, তাঁদের ক্ষেত্রে ওই নির্দেশ প্রযোজ্য ছিল না। এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করা হল। প্রয়োজনমাফিক ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারীরা।
৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। খতম করে শতাধিক জেহাদি। নষ্ট হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গিগোষ্ঠীর একাধিক ঘাঁটি। এরপর ইসলামাবাদ পালটা আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের প্রায় সব রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল। এবার রাজ্য় সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করা হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.