নব্যেন্দু হাজরা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কলকাতায় এসে নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেছেন। শিয়ালদহ স্টেশন চালু হয়ে যাওয়ায় হাওড়ার সঙ্গে করুণাময়ী জুড়ে গিয়েছে। এছাড়াও দমদম থেকে নোয়াপাড়া হয়ে বিমানবন্দর যাওয়ার রুটও উদ্বোধন হয়েছে। মহানগরের গতি আরও বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের। তারই মধ্যে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রোর সংখ্যা বাড়ানো হল।
ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বরাবরই যাত্রীদের চাপ থাকে। এসপ্লানেড ও নোয়াপাড়ার সঙ্গে আরও দুটি রুট যুক্ত হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই মত। ফলে অফিস টাইম ছাড়াও অন্যান্য সময়ে যাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনাও প্রবল। যাত্রী পরিষেবা অটুট রাখতে ট্রেন সংখ্যা বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬২ টি ট্রেন চলাচল করে। এবার থেকে মোট ২৮৪ টি মেট্রো চালানো হবে বলে খবর। আগামী কাল সোমবার থেকেই এই পরিষেবা মিলবে।
ট্রেনের সূচিতে কি কোনও বদল হয়েছে? কী বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ? জানা গিয়েছে, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও বদল হচ্ছে না। তবে শেষ মেট্রোর সময় সামান্য বদল করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। সেই সময় সামান্য বদলে হল রাত ৯টা ৩৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়ে রাত ৯.৪৩ মিনিটে। সোমবার থেকে সেই সময় বদলে হবে রাত ৯.৪৪ মিনিটে। শনি ও রবিবার মেট্রোর চলাচলের সূচিতে কোনও বদল থাকছে না। দিনের প্রথম মেট্রো চলাচলের সময় অপরিবর্তিত থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.