Advertisement
Advertisement
BJP

অবশেষে স্বস্তি! বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে জামিনে মুক্ত নারকেলডাঙা থানার ওসি

২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর খুন হন বিজেপি কর্মী অভিজিৎ।

OC of Narkeladnaga get bail in Abhijit Sarkar Murder case
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2025 1:02 pm
  • Updated:August 28, 2025 3:25 pm   

গোবিন্দ রায়: হাই কোর্টে অবশেষে সাময়িক স্বস্তি। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে জামিনে মুক্ত হলেন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ জেল হেফাজতে থাকা ওই ওসির জামিনের আর্জি মঞ্জুর করেছেন। 

Advertisement

২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ সামনে আসে। বিভিন্ন প্রান্তে আক্রান্ত হতে হয় বিরোধী দলের নেতাকর্মীদের। একাধিক জায়গা থেকে রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনা প্রকাশ্যে আসে। কাঁকুড়গাছিতে খুন হতে হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ তিন তৃণমূল নেতার নাম জড়ায় এই মামলায়। গত মাসখানেক আগে অভিজিৎ খুনে অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম ছিল পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের।

 তবে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পরেশ পালের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। শর্ত সাপেক্ষে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। আগাম জামিন মঞ্জুর হয়েছে তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও। তাঁদেরকও শর্ত মানতে হবে বলে এদিন স্পষ্ট জানিয়েছে হাই কোর্ট। এবার জামিন পেলেন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ