Advertisement
Advertisement
Beleghata

বহুতল থেকে মরণঝাঁপ প্রৌঢ়র! চাঞ্চল্য বেলেঘাটার সেলট্যাক্স বিল্ডিংয়ে

আইনজীবী পরিচয় দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিলেন ওই ব্যক্তি, জানাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

Old Man falls from eighth floor of Sale Tax building, Beleghata to death

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 1:27 pm
  • Updated:May 27, 2025 1:38 pm   

নিরুফা খাতুন: সাতসকালে বেলেঘাটার বহুতলে রক্তারক্তি কাণ্ড। বহুতলের ৯ তলা থেকে পড়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়র। এনিয়ে শোরগোল বেলেঘাটায়। তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, বছর সত্তরের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। কিন্তু তিনি কোথায় থাকেন, কী কারণে এমনটা ঘটল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত বেলেঘাটার সেলট্যাক্স বিল্ডিংয়ের কর্মীরা। তদন্তের স্বার্থে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ১০টা নাগাদ। বেলেঘাটার সেলট্যাক্স বিল্ডিংয়ে সবে আসতে শুরু করেছেন কর্মীরা। আচমকাই প্রচণ্ড জোরে শব্দ পান নিরাপত্তারক্ষীরা। তা শুনেই ছুটে যান তাঁরা। দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় এন্টালি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠায় এনআরএস হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি সকালে আইনজীবী পরিচয় দিয়ে ঢুকেছিলেন বেলেঘাটার সেলট্যাক্স বিল্ডিংয়ে। জানিয়েছিলেন, সেখানে তাঁর কাজ আছে। তিনি কি ৯ তলা থেকে পড়ে গেলেন? নাকি আত্মহত্যা করলেন? তিনি যে আইনজীবী পরিচয় দিয়ে সেখানে ঢুকলেন, তা কি ভুয়ো? নাকি সত্যি তিনি আইনজীবী?  সেসব নিয়েও ধোঁয়াশা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে তবেই আত্মহত্যা না দুর্ঘটনা, তা স্পষ্ট হবে। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনার পর থমথমে ওই চত্বর। রয়েচে পুলিশ প্রহরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ