Advertisement
Advertisement
Persian cat

অভিযোগ মিলতেই তৎপর পুলিশ, পার্সিয়ান বিড়াল উধাওয়ের ঘটনায় গ্রেপ্তার ক্রেশ মালিক

বিড়ালটি অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের আত্মীয়ের। আগেই এবিষয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি।

One accused arrested in Persian cat missing case
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 12, 2025 11:36 pm
  • Updated:October 12, 2025 11:36 pm   

অর্ণব আইচ: বেড়াতে যাওয়ার আগে ক্রেশে রেখে গিয়েছিলেন নরম তুলতুলে বলের মতো দেখতে মূল্যবান পার্সিয়ান বিড়ালটি। আর ক’দিন বাদেই নিজের পোষ‌্যকে ফেরত নিতে এসেই হতবাক চিকিৎসক। কোথায় তাঁর আদরের সেই পার্সিয়ান ক‌্যাট? তার বদলে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি অতি সাধারণ, অন‌্য ব্রিডের বিড়াল! শনিবার রাতেই এবিষয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিনেত্রী সুদীপ চট্টোপাধ্যায়। রাতেই পুলিশের দ্বারস্থ হন বিড়ালের মালিক। তাঁর অভিযোগের ভিত্তিতেই রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পশুদের ক্রেশের কর্তা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ব‌্যক্তির নাম দীপশেখর রায়চৌধুরী। তিনি ও তাঁর স্ত্রী মিলে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় চণ্ডী ঘোষ রোডে একটি পশুদের ক্রেশ চালান। অনেকেই বাড়িতে না থাকলে বিড়াল, কুকুর-সহ অনেক পোষ্যকেই টাকার বিনিময়ে ওই ক্রেশে রাখেন। পরে ফেরত নিয়ে যান। সম্প্রতি তাঁদের ক্রেশে পেশায় চিকিৎসক (অভিনেত্রী সুদীপ চট্টোপাধ্যায়ের আত্মীয়) তাঁর পোষ‌্যটিকে নিয়ে যান। সেটিকে যত্ন করে রাখার জন‌্য অনুরোধ জানান। কলকাতায় ফিরেই ক্রেশে যান তিনি। ফেরত চান নিজের পোষ‌্যটিকে।

কিন্তু তাঁর অভিযোগ, একটি বিড়াল তাঁর হাতে তুলে দেওয়া হয়, তা সত্যি। কিন্তু সেটি তাঁর পোষ‌্য, সেই পার্সিয়ান ক‌্যাট নয়। বিষয়টি তিনি ক্রেশের মালিক ও তাঁর স্ত্রীকে বলেন। কিন্তু ওই দম্পতি তা মানতে রাজি নয়। তাঁদের দাবি, যে বিড়ালটি তাঁকে দেওয়া হয়েছে, সেটিই তিনি ক্রেশে রাখতে দিয়েছিলেন। বিড়ালের মালিকের পালটা অভিযোগ, ক্রেশের মালিকরা ইচ্ছাকৃতভাবে তাঁরবিড়াল হাতিয়ে নিয়েছেন। তাঁরা অন‌্য জায়গায় সেটি বিক্রি করেছেন, বা মেরে ফেলেছেন। এই ব‌্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত ক্রেশ মালিককে জেরা করে বিড়ালের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ