Advertisement
Advertisement
Ami Banglar Digital Joddha

২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন, অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ পোর্টালে বিপুল সাড়া

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ‘যুদ্ধে’ জোর তৃণমূলের।

Over 50 thousands register for ‘AMI BANGLAR DIGITAL JODDHA’ within 24 hours
Published by: Sayani Sen
  • Posted:October 17, 2025 4:51 pm
  • Updated:October 17, 2025 4:51 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ পোর্টালে বিপুল সাড়া। মাত্র ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলেই খবর। এই পদক্ষেপ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ডিজিটাল লড়াই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে শাসক শিবির।

Advertisement

প্রতি বছর নির্বাচনের আগে বাংলার শাসকদল কোনও না কোনও নয়া কর্মসূচি ঘোষণা করে। তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অভিষেক নিজে রাজ্যের প্রায় সবকটি জেলা ঘুরে এই কর্মসূচিতে যোগ দেন। অভিষেকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত ভোটের বহু প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল। এবার তিনি ডিজিটাল মাধ্যমে প্রচার অর্থাৎ বিজেপি বিরোধিতায় বেশি জোর দেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ‘যুদ্ধে’ জোর তৃণমূলের। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি। প্রায় ৩ মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য, ‘আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলার অহংকার, ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হল ডিজিটাল মাধ্যমে। আমাদের উদ্দেশ্য, বাংলার সম্মান, অধিকার ফিরিয়ে আনা। তার জন্য যত দূর লড়তে হয়, লড়ব। সেই কারণে আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে এই ডিজিটাল কর্মসূচি, যা পরিচালনা করবেন দলের তরুণরা। বাংলার আসল পরিচয়, ঐতিহ্য তুলে ধরা হবে যাতে ভারতের প্রত্যেক প্রান্তে সেই সত্য ছড়িয়ে পড়ে।’ অভিষেকের আরও আর্জি, ‘যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন।’সেই আর্জিতে সাড়া দিয়ে মাত্র ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষ নাম নথিভুক্ত করান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ