সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক কী ঘটেছিল পহেলগাঁওয়ের ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে? আক্রমণের আগের মুহূর্তে কী বলেছিল জঙ্গিরা? বিস্তারিত জানতে কাশ্মীরে মৃত বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে এনআইএ-র আধিকারিকরা। কথা বললেন স্ত্রী সোহিনীর সঙ্গে। মৃতের স্ত্রী বিস্তারিত জানিয়েছেন তদন্তকারীদের। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।
পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। মৃত্যু হয়েছে মোট ২৬ জনের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চার জঙ্গির ছবি।
মৃতদের মধ্যে তিনজন বাংলার। শনিবারই কলকাতায় এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর প্রতিনিধিরা। গতকাল বেহালার বাসিন্দা মৃত সমীর গুহর বাড়িতে গিয়েছিলেন তাঁরা। প্রায় চার ঘণ্টা মৃতের স্ত্রী ও কন্য়ার সঙ্গে কথা বলেন তাঁরা। রবিবার বিতানের বাড়ি গেলেন এনআইএ আধিকারিকরা। মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? কত জন জঙ্গি এসেছিল? গুলি চালানোর ঠিক আগে কী কী বলেছিল তাঁরা? তা জানতে চান প্রতিনিধিরা। সম্ভবত আগামিকাল, সোমবার পুরুলিয়ার বাসিন্দা মৃত মণীশরঞ্জন মিশ্রর বাড়িতে যাবেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.