Advertisement
Advertisement
Paresh Chandra Adhikary

নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণের দিনই জামিন পরেশ অধিকারী ও অঙ্কিতার, ‘মুক্ত’ আরও অনেকে

৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁদের।

Paresh adhikari and daughter ankita gets bail after surrender

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 3, 2025 6:05 pm
  • Updated:September 3, 2025 6:05 pm   

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তাঁরা। একই সঙ্গে জামিনের আবেদনও জানান। দিনের শেষে বাবা এবং মেয়ে দু’জনেরই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁদের। একই সঙ্গে জামিন মঞ্জুর হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহারও।

Advertisement

এই মামলায় অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে জামিন পেয়েছেন এসএসসি কর্তা সমরজিৎ আচার্য ও আধিকারিক পর্ণা বসু-সহ প্রসন্ন রায়, অরুণ মাইতি, আবু তাহের, অলোক মাইতি, নীলাদ্রি দাস, শর্মিষ্ঠা মিত্র-সহ আরও অনেকের। শুধু তাই নয়, নবম-দশমের পাশাপাশি এদিন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে আলিপুর বিশেষ আদালত। অন্যান্যদের মতো তাঁরও ৭ হাজার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত।

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় তাঁর। অভিযোগ ওঠে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে প্রাক্তন মন্ত্রীর মেয়ের নিয়োগ বেআইনি। এমনকী প্রভাব খাটিয়ে প্রাক্তন মন্ত্রী তাঁর মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ সামনে আসে। এই মামলায় বাবা এবং মেয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।

এসএসসি, গ্রুপ সি-সহ নিয়োগ দুর্নীতি মামলায় মোট চারটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই সূত্রেই এদিন ৭৫ জনকে আদালতে তলব করা হয়। সেই তালিকায় ছিলেন পরেশ অধিকারী এবং তাঁর কন্যাও। এদিন দুজনকে আদালত জামিন দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলল তৃণমূল বিধায়ক এবং তাঁর কন্যার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ