Advertisement
Advertisement
Partha Chatterjee

দু্র্নীতির দায় এসএসসির ঘাড়ে ঠেলে আদালতে পার্থ বললেন, ‘মুক্তি দিন’

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।

Partha Chatterjee claims that he is not guilt in SSC scam

ফাইল চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 11, 2025 4:41 pm
  • Updated:September 11, 2025 4:49 pm   

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতির দায় সম্পূর্ণভাবে এসএসসি ঘাড়েই ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে তিনি দাবি করেন, দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাঁদের নিয়োগ হয়েছে অনেক আগে। অযথাই গোটা ঘটনার দায় চাপানো হয়েছে তাঁর উপর। এরপরই মুক্তির আর্জি জানিয়ে পার্থ (Partha Chatterjee) বললেন, “সমাজের সামনে দাঁড়াতে দিন।”

Advertisement

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, দুর্নীতি দমন, ঘুষ নেওয়া, ষড়যন্ত্র-সহ যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিজেই জানান বিচারক। এরপরই আদালতে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “স্যর, আমি শিক্ষামন্ত্রী ছিলাম। অভিযুক্তরা আমার বিভিন্ন শাসিত ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল। আমি সম্পূর্ণ নির্দোষ।” এরপরই বিচারক বলেন, “অশোক সাহাকে চেয়ারম্যান করেছিলেন। নিয়ম ভেঙে আরও একাধিক পদে নিয়োগ করেছিলেন। ভুয়ো নথিকে আসল হিসেবে দেখানো হয়েছে।”

এরপরই পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার সামাজিক সম্মান আছে। ২৫ বছর ধরে একটা অঞ্চল থেকে ৫ বার জিতেছি। এসএসসি নিজেই কাজ করেছে। আমাকে মুক্তি দিন, আমাকে সমাজের সামনে দাঁড়াতে দিন। জেলের অন্ধকারে রেখে সুযোগ দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “আমি যাদের নিয়োগ করেছি বলা হচ্ছে, এসপি সিনহার নিয়োগ কর্তা আমি ছিলাম না। এসএসসি নিয়োগ করেছে। অশোক সাহা আগে থেকেই কাজ করতেন। সুবীরেশ মন্ত্রী হওয়ার আগে থেকেই ওখানে চেয়ারম্যান ছিলেন। কল্যাণময় আমি আসার আগেই ওখানে ছিলেন। যারা অন্যায় করছে তাঁদের কিছু হচ্ছে না। আমার দোষটা কোথায়?” সবমিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি নির্দোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ