Advertisement
Advertisement
Partha Chatterjee

নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তি হবে?

কোন শর্তে জামিন পেলেন পার্থ?

Partha Chatterjee gets bail in all recruitment cases
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 26, 2025 10:52 am
  • Updated:September 26, 2025 11:14 am   

গোবিন্দ রায়: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একটি মামলা বাদে বাকিগুলিতে আগেই জামিন পেয়েছেন পার্থ। অর্থাৎ সব মামলায় জামিন পেয়ে গেলেন তিনি। তবে তাঁর জেলমুক্তি হবে কি না, তা এখন স্পষ্ট নয়। গোটা বিষয়টাই নিম্ন আদালতের হাতে। 

Advertisement

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ হয় কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অর্থাৎ এই মুহূর্তে সবকটি মামলাতেই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতে পাসপোর্ট জমা করতে হবে পার্থকে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না।  তবে জেলমুক্তি এখনই হবে কি না, তা স্পষ্ট নয়। কারণ,  নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে। গত ১৮ আগস্টের রায়ে শীর্ষ আদালত জানায় যে ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। জানা যাচ্ছে, ৮ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। তবে বাকি ৫ জনের বাকি। তাঁদের সাক্ষ্যগ্রহণ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হবে কি না, তা স্পষ্ট নয়।  

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। প্রথম ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পেয়েছেন তিনি। তবে তাতেও জেলমুক্তি হয়নি তাঁর। কারণ, সিবিআইয়ের মামলার খাঁড়া ঝুলে ছিল। এবার সব মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ