Advertisement
Advertisement
Partha Chatterjee

‘সুস্থ’ পার্থ চট্টোপাধ্যায়, আজই হাসপাতাল মুক্তি, ফিরতে হবে প্রেসিডেন্সি জেলেই

সিবিআইয়ের বিশেষ আদালতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট তলব করেছিল।

Partha Chatterjee to return Presidency Jail as he now fit and fine

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 18, 2025 2:29 pm
  • Updated:February 18, 2025 2:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুস্থ’ পার্থ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবারই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফিরছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে জেলের পথে রওনা দিয়েছেন তিনি।

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি সিবিআইয়ের বিশেষ আদালতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট তলব করেছিল। সেদিনই হাসপাতালের তরফে জানানো হয়, আগের চেয়ে সুস্থ আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। সেই মতো এদিন পার্থকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হল। তবে বাড়ি ফিরতে পারবেন না নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত। আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।

উল্লেখ্য, জেলে থাকাকালীন ১৬ জানুয়ারি দুপুরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাঁকে। এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থর। সেই সময় তিনি আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাঁকে স্থানান্তরিত করা হোক। আদালত সেই আর্জি মেনে নেয়। ২৮ জানুয়ারি বাইপাসের ধারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসার চলে। তারপরই মঙ্গলবার তাঁকে হাসপাতালে থেকে ছাড়া হচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ