Advertisement
Advertisement
Dumdum Airport

মাঝআকাশে সংজ্ঞাহীন যাত্রী, দমদম বিমানবন্দরে জরুরি অবতরণেও বাঁচানো গেল না প্রাণ

এয়ার ইন্ডিয়ার এআই ১৮৬ বিমানটি কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল।

Passenger's life could not be saved even after emergency landing at Dumdum airport
Published by: Suhrid Das
  • Posted:June 27, 2025 3:25 pm
  • Updated:June 27, 2025 3:25 pm  

বিধান নস্কর, বিধাননগর: মাঝআকাশে ভয়াবহ ঘটনা। বিমানের মধ্যেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন এক যাত্রী। ওই যাত্রীর দ্রুত চিকিৎসার জন্য বিমানের মুখ ঘুরিয়ে বিমানবন্দরে জরুরি অবতরণ করানোও হয়। তারপরও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে দমদম বিমানবন্দরে। মৃত ওই যাত্রীর নাম রাজবীর কৌর ভিন্দর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বিমানবন্দর চত্বরে।

এয়ার ইন্ডিয়ার এআই ১৮৬ বিমান কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতা হয়ে দিল্লি যাচ্ছিল। গতকাল, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ওই বিমানটি কলকাতা নেমেছিল। জ্বালানি ভরার পর বিমানটি ফের দিল্লির উদ্দেশে রওনা হয়। মাঝ আকাশে বিমান থাকার সময় বছর ৫৪ বয়সের যাত্রী রাজবীর কৌর ভিন্দর অসুস্থ বোধ করেন। কিছু সময়ের মধ্যেই তিনি জ্ঞান হারান। অন্যান্য বিমানযাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কালবিলম্ব না করে বিমানে থাকা কেবিন ক্রু দ্রুত পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি জরুরি অবতরণ করানোর অনুমতি চাওয়া হয়।

দ্রুত বিমানবন্দর থেকে সবুজসঙ্কেত আসে। এয়ার ইন্ডিয়ার ওই বিমান জরুরি অবতরণ করে। ততক্ষণে দমদম বিমানবন্দরের রানওয়ের সামনে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স। সংজ্ঞাহীন যাত্রীকে দ্রুত বিমান থেকে নামিয়ে ওই অ্যাম্বুল্যান্স করেই ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement