বিধান নস্কর, দমদম: যান্ত্রিক ত্রুটির জের। নির্দিষ্ট সময়ে উড়ল না তেজপুরগামী বিমান। কলকাতা বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, স্পাইস জেটের বিমান এসজি-২৯৬৬ বিমানটি রবিবার সকাল আটটা বেজে পাঁচ মিনিটে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ছাড়েনি বিমান। সেই সময় জানানো হয়, সাড়ে দশটায় ছাড়বে বিমানটি। কিছুক্ষণ পর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিমানটি ছাড়তে আরও দেরি হবে। বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে। তাতেই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।
যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কর্মীদের উপর। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারায় তেজপুর থেকে যাদের কানেক্টিং বিমান ধরার তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.