Advertisement
Advertisement
Nadial

বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ‘ধর্ষণ’, নাদিয়ালে গ্রেপ্তার ১

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Physical disabled woman allegedly harassed in Nadial
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2025 5:26 pm
  • Updated:October 11, 2025 5:26 pm   

অর্ণব আইচ: বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে নাদিয়াল থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

ধৃত মহম্মদ ইয়াসিন। নাদিয়াল থানার আয়ুব নগরের বাগদি পাড়া রোডের বাসিন্দা। গভীর রাতে অভিযুক্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর চিৎকারে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তবে ততক্ষণে গা ঢাকা দিয়েছে মহম্মদ ইয়াসিন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে পুলিশ ইয়াসিনকে পাকড়াও করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষণ আদৌ হয়েছে কিনা, তা জানতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

এদিকে, দুর্গাপুরের বেসরকারি কলেজের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় কলেজ চত্বরের কাছে জঙ্গলে তাঁকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবা বলেন, “রাত ১০টা নাগাদ ওর বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে চলে আসি তাড়াতাড়ি। সাড়ে ৯টা নাগাদ একটা ছেলে খাবার খেতে আমার মেয়েকে গেটের কাছে নিয়ে গিয়েছিল। ২-৩ জন চলে আসে। ছেলেটা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় একজন আমার মেয়েকে ধর্ষণ করেছে। মোবাইল কেড়ে নেয়। ৩ হাজার টাকা দাবি করে। দিতে পারেনি। পরে ছেলেটা আবার ঘটনাস্থলে ফিরে আসে। সেই সময় ৪-৫ অপরিচিত যুবক ছিল। তাদের হাতে ৩০০ টাকা ছিল দিয়েছিল। রক্তে ভেসে যাচ্ছে মেয়ে। তখন মেয়েকে নিয়ে ওই ছেলেটা ফেরে।” ইচ্ছাকৃতভাবে বেসরকারি কলেজ কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তরুণীর বাবার। এমনই নানা অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ দেখান অন্যান্য পড়ুয়ারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ