Advertisement
Advertisement
Calcutta HC

বাংলার হলগুলিতে দেখানো হোক ‘দ্য বেঙ্গল ফাইলস’, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

খুব দ্রুতই মামলাটির শুনানির সম্ভাবনা।

PIL filed at Calcutta HC regarding release of 'The Bengal Files' in West Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:September 16, 2025 2:19 pm
  • Updated:September 16, 2025 2:21 pm  

গোবিন্দ রায়: ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার মুক্তি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বাংলার সমস্ত সিনেমা হলে দেখানো হোক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা, এই আবেদন নিয়ে মঙ্গলবার হাই কোর্টে মামলা করলেন সায়ন কংসবণিক নামে নদিয়ার এক ব্যক্তি। তাঁর যুক্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও সিনেমা দেখা নাগরিকের মৌলিক অধিকার। তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। ছবি মুক্তি নিয়ে আদালত হস্তক্ষেপ করুক, এই আর্জি জানিয়েছেন আবেদনকারী। দ্রুত হাই কোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও চলতি মাসের প্রথম সপ্তাহেই সিনেমা নিয়ে অন্যতম চরিত্র ‘গোপাল পাঁঠা’ ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির আবেদন খারিজ করে দিয়েছিল হাই কোর্ট।

Advertisement

মঙ্গলবার হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় জানানো হয়েছে, বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তিতে আপত্তির অর্থ শিল্পের পথে বাধা তৈরি করা। একইসঙ্গে এ রাজ্যের মানুষকে পছন্দসই সিনেমা দেখার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। এছাড়া CBFC-এর ছাড়পত্র পাওয়া কোনও সিনেমার মুক্তিতে বাধা দেওয়ার অর্থ আইন লঙ্ঘন। বাংলা ছাড়া দেশের সর্বত্রই সিনেমার প্রদর্শন হচ্ছে, কোথাও কোনও বাধা নেই। আবেদনকারীর হয়ে মামলা লড়ছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া।

তবে এই সিনেমার আইনের দ্বারস্থ হওয়া প্রথম নয়। এর আগে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বাংলার ইতিহাস বিকৃত করার পাশাপাশি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ‘প্রোপাগান্ডা’ সিনেমা তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টার অভিযোগও উঠেছিল। ছেচল্লিশের ‘গ্রেটার ক‌্যালকাটা কিলিং’-এর দোর্দণ্ডপ্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ‌্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে পরিচয় করানো হয়েছে, এই অভিযোগে প্রতিবাদের ঝড় ওঠে। এনিয়ে তথ্যের অধিকার আইনে কলকাতা হাই কোর্টে মামলার আবেদন জানিয়েছিলেন গোপাল পাঁঠার নাতি। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তাই তা খারিজ করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement