Advertisement
Advertisement
PM Narendra Modi-CM Mamata Banerjee

‘নমস্কার, ভালো থাকবেন’, সাক্ষাৎ না হলেও কলকাতায় এসে ‘দিদি’কে বার্তা মোদির

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠান প্রধানমন্ত্রী।

PM Narendra Modi wishes for good health of CM Mamata Banerjee before leaving Kolkata

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 16, 2025 10:18 am
  • Updated:September 16, 2025 10:25 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: দেখা হয়নি। হওয়ার কথাও ছিল না। তবু কলকাতায় সেনার কর্মসূচিতে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য প্রদর্শনে ত্রুটি রাখলেন না প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে, কলকাতা ছাড়ার আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু মারফত মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীকে ‘নমস্কার’ জানিয়ে তাঁর শুভেচ্ছা – ‘ভালো থাকবেন’। তিন দফায় গত দু’মাসে রাজ্যে তিনটি রাজনৈতিক সভা করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এবারের সফরে কোনও রাজনৈতিক ছোঁয়া রাখেননি প্রধানমন্ত্রী। এমনকী, কলকাতায় রাজভবনে রবিবার রাত্রিবাস করলেও বিজেপির কোনও নেতা বা মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেননি।

Advertisement

যদিও সোমবার দুপুরে প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথাগতভাবে কলকাতা ছাড়ার সময় বিমানে ওঠার আগে দলীয় সহকর্মীদের পাশাপাশি উপস্থিত রাজ্যের ‘প্রোটোকল মন্ত্রী’ সুজিত বসুকেও নমস্কার জানান প্রধানমন্ত্রী। আর তখনই সুজিতের সামনে এসে মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য জানিয়ে ‘নমস্কার’ বার্তা দিয়েছেন মোদি। সুজিত বসুর কথায়, “প্রধানমন্ত্রী বলেন, আমার তরফে মুখ্যমন্ত্রীকে ‘নমস্কার জানাবেন, ভালো থাকবেন’ বলেছি বলে জানিয়ে দেবেন।” রাতে দমকলমন্ত্রী স্বীকার করেন, “আমি সবসময় মুখ্যমন্ত্রীর তরফে অর্পিত দায়িত্ব পালন করি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা যথাসময়ে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি।”

সোমবার কলকাতায় ফোর্ট উইলিয়ামে ষোড়শ কম্বাইনড কমান্ডার কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি দু’বছর অন্তর আয়োজিত এই সম্মেলন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ স্তরের আলোচনা, পরিকল্পনার মঞ্চ। এবারের সম্মেলনের বিষয়বস্তু ভারতের সশস্ত্রবাহিনীর সংস্কার, রূপান্তর এবং পরিবর্তন। তিনদিন ধরে ভারতীয় সেনার লক্ষা এবং কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সেনা কমান্ডারদের উদ্দেশে ভাষণ দেবেন। ১৭ সেপ্টেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধানরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement