Advertisement
Advertisement
Kolkata

বিয়েবাড়িতে পেট পুরে ভোজ খাওয়ার পর চুরি! টাকা, গয়না হাতিয়ে পালাল ‘আমন্ত্রিত’

পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তি, অনুষ্ঠান বাড়িতে ঢুকে আগেও চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Police arrests man allegedly theft from marriage hall being pseudo invitee in Kolkata

অলংকরণ: সৃজিতা পাণ্ডা।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2025 1:19 pm
  • Updated:June 8, 2025 1:23 pm   

অর্ণব আইচ: ধোপদুরস্ত পোশাক পরে আমন্ত্রিত সেজে বিয়েবাড়িতে হানা। এক আইনজীবীর পরিবারের সদস্যের বিয়েবাড়িতে পেট পুরে খাওয়ার পর ভিতর থেকে ২ লক্ষাধিক টাকা নগদ ও গয়না হাতিয়ে পালাল দুষ্কৃতী। সিসিটিভির ফুটেজ দেখে ‘চোর’ নিমন্ত্রিতকে শনাক্ত করা পুলিশের পক্ষে খুব সহজ কাজ ছিল না। তাই ধৈর্যের সঙ্গে টানা দু’মাস ধরে তদন্ত করার পর শেষ পর্যন্ত দুষ্কৃতীকে শনাক্ত করলেন পূর্ব কলকাতার ট‌্যাংরা থানার আধিকারিকরা। এন্টালি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হল সত‌্যজিৎ দাস ওরফে বুবাই নামে ওই দাগি দুষ্কৃতী। আগেও তার বিরুদ্ধে অনুষ্ঠান বাড়িতে ঢুকে চুরির অভিযোগ হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত মার্চ মাসে ট‌্যাংরা এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে ওই আইনজীবীর পরিবারের এক সদস্যের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানের পর উপহারের তালিকা মেলাতে গিয়েই চমকে ওঠেন পরিবারের লোকেরা। প্রায় ৭২ হাজার টাকার সোনার হার, প্রায় ২৪ হাজার টাকার অন‌্য সোনার গয়না, দু’টি খামে রাখা ৫০ হাজার ও ৬০ হাজার টাকা নগদ উধাও। এনিয়ে রহস‌্য তৈরি হলেও কে নিয়েছে বা কীভাবে চুরি হয়েছে, তা নিয়ে সন্দেহ ছিল পরিবারের। একমাসেও সেই রহস্যের সমাধান না হওয়ায় গত এপ্রিলে ট‌্যাংরা থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করার পর ওই বিয়েবাড়ি ও তার চারপাশের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করতে থাকে। তাতে আমন্ত্রিতদের ছবি ধরা পড়ে। কিন্তু তাঁদের মধ্যে কেউ চুরি করেছেন কি না, বা কে চুরি করেছে? তা বোঝার উপায় ছিল না।

তদন্তকারীরা জানতে পারেন যে, ওইদিন রাত ১১টার পর নিমন্ত্রিতদের সংখ‌্যা কমে আসে। পরিবারের লোকেরা নিজেরাই খাওয়াদাওয়া করতে যান। রাত সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত নজরদারি ছিল না। সেই সুযোগে ঘরের ভিতর ঢুকে কেউ চুরি করে। পুলিশ আধিকারিকরা সিসিটিভির ফুটেজ দেখে বর ও কনেপক্ষের সদস্যদের কাছ থেকে জানতে চান, কারা তাঁদের পরিচিত নন। এ ছাড়াও রাঁধুনি, ক‌্যাটারার ও অন‌্যান‌্য ব‌্যক্তিদেরও জেরা করা হয়।

প্রায় দু’মাস তদন্তের পর ট‌্যাংরা থানার পুলিশ আধিকারিকরা নিশ্চিত হন যে, ধোপদুরস্ত পোশাক পরে আমন্ত্রিত সেজে বিয়েবাড়িতে যায় দুষ্কৃতী। রীতিমতো পেটপুরে খাওয়াদাওয়াও করে। এরপর রাত বারোটার পর ঘরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা চুরি করে রাত একটার পর বেরিয়ে যায়। শেষপর্যন্ত পুলিশ তাকে শনাক্ত করে। এন্টালির পটারি রোডে তল্লাশি চালিয়ে সত‌্যজিৎ দাস ওরফে বুবাইকে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ