অর্ণব আইচ: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আংটির তদন্তে এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস দিয়ে তলব করল পুলিশ। হেস্টিংস থানার পক্ষে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায় কারা কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে হেস্টিংস থানার পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে কেন আংটি, তা নিয়ে ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে প্রশ্ন তোলে ইডি। প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করে ব্যাখ্যা চায় আদালত। এডিজি (কারা) রিপোর্ট জমা দিলে সুপারের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
সম্প্রতি ফের রিপোর্ট দাখিল করে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দেয় যে,সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের সূত্র জানিয়েছে, তারই জেরে প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.