Advertisement
Advertisement
SSC

১৫ মে বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার! চাকরিহারা শিক্ষক মেহবুবকে থানায় তলব পুলিশের

আজ মঙ্গলবার তিনি হাজিরা দেবেন বলেই খবর।

Police summons SSC snubbed teacher Mehboob Mandal
Published by: Subhankar Patra
  • Posted:June 3, 2025 4:57 pm
  • Updated:June 3, 2025 5:29 pm  

বিধান নস্কর, বিধাননগর: চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের মঞ্চের মুখ মেহবুব মণ্ডলকে তলব করল বিধাননগর পুলিশ। বিকেল সাড়ে চারটের সময় তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও এখনও তিনি পৌঁছননি বলে খবর। ১৫ তারিখ বিকাশ ভবন অভিযান ও ভাঙচুরের ঘটনায় মেহবুবকে তলব করা হয়েছে বলে খবর। সঙ্গে চিঠি পেয়েছেন আরও এক চাকরিহারা শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়াও।

সল্টলেকে আন্দোলনরত শিক্ষক মেহবুব মণ্ডলের বর্ধমানের বাড়িতে নোটিস দেওয়া হয়। সেখানে উল্লেখ রয়েছে আজ তাঁকে বিধাননগর উত্তর থানায় হাজির দিতে হবে। সেই মতো মেহবুব থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছেন। শুধু মেহবুব নয়, আরও এক চাকরিহারা শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়াকেও তলব করা হয়েছে। তবে অমিতরঞ্জনের কাছে যাওয়া নোটিসে তারিখ নিয়ে বিভ্রান্তি থাকায় তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলছেন। তারপরই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

সুপ্রিম রায়ে চাকরি যাওয়ার পর থেকে আন্দোলনে নেমেছেন ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁদের একাংশ। আন্দোলন চলাকালীন ১৫ মে বিকাশ ভবনে ধুন্ধুমার বাঁধে। বিক্ষোভরত শিক্ষকদের হাতে ভেঙে যায় ভবনের গেট। শিক্ষকরা ভবন ঘেরাও করেন। সেই ঘটনায় সরকারি কাজে বাঁধা, কর্মচারীদের আটকে রাখার একাধিক অভিযোগে মেহবুব ও মানসরঞ্জনকে তলব করল পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement