Advertisement
Advertisement
Jadavpur University

পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুরের হস্টেলে, নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ হাই কোর্টের

বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা আটকাতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে।

police to ensure Jadavpur University hostel locked in puja holiday
Published by: Anustup Roy Barman
  • Posted:September 26, 2025 12:38 pm
  • Updated:September 26, 2025 12:38 pm   

গোবিন্দ রায়: পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের হস্টেল। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, পুজোর ছুটি চলাকালীন যাতে কোনও বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে হস্টেলের। অর্থাৎ এবছর দেবীপক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।

Advertisement

গত কয়েকবছরে একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই পুজোর ছুটিতে হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে সব হস্টেল। যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনও হস্টেলের তালা খোলা না থাকে। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের আধিকারিকরা একসঙ্গে বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো-সহ অন্যান্য বিষয়েও ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী শুনানিতেই এসংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাই কোর্টকে, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, চলতি মাসেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রীর। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের ঝিলের কাছে মেলে তাঁর দেহ। মৃতার বাবা-মায়ের দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন করে ফের সিসিটিভি বসানোর দাবিও উঠেছিল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ