রেড রোডে চলছে মহড়া। নিজস্ব চিত্র
স্টাফ রিপোর্টার: বাংলা ভাষার ঐতিহ্য ও স্বাভিমান এবার ধ্বনিত হবে স্বাধীনতা দিবসের সুরে। ১৫ আগস্ট রেড রোডে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে মাতৃভাষার প্রতি আবেগের বার্তাই ফুটে উঠতে চলেছে। যেখানে পাহাড় থেকে সাগর, বাংলা ভাষার বিশ্বজনীনতাই থাকবে মূল কেন্দ্রে। সম্প্রতি একাধিক ঘটনায় ভিনরাজ্যের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা সামনে এসেছে।
এর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিবাদ তিনি ছড়িয়ে দিয়েছেন রাজ্যজুড়ে। সূত্রের খবর, এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও বাংলা ভাষার সেই গরিমাই তুলে ধরা হবে গোটা বিশ্বের কাছে। বিভিন্ন ট্যাবলো থেকে গান-নৃত্যে ফুটে উঠবে বাংলার সংস্কৃতির ধারা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে খবর।
এবারের কুচকাওয়াজে অংশ নেবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সকল শ্রেণির শ্রমজীবী মানুষ। থাকছেন পাহাড় ও উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক এবং অন্যান্য ক্ষেত্রের শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। নবান্ন সূত্রে খবর, থাকতে পারেন ভিন রাজ্য থেকে চলে আসা পরিযায়ী শ্রমিকরাও। প্রতি বছরের মতো এবারও ১৫ আগস্টে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজের শুরুতে থাকবে প্যারেড কমান্ডার্স জিপ। থাকবে সেনা ও পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট। বাংলা ভাষার বার্তা নিয়ে গানে-নাচে অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলবেন রাজ্যের একাধিক স্কুলের পড়ুয়ারা। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো জনমুখী বিভিন্ন প্রকল্পের কথা উঠে আসবে বিভিন্ন শোভাযাত্রা ও ট্যাবলোর মাধ্যমে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে তাঁদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। দু’টি বিভাগে পদক পাবেন পুলিশ অফিসাররা। যার মধ্যে থাকছে ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.