Advertisement
Advertisement
Red Road Carnival

রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, ভিড় সামলাতে ব্লু প্রিন্ট তৈরি পুলিশের

রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল।

Preparations for Puja Carnival on Red Road, police prepared blueprint to manage crowd
Published by: Suhrid Das
  • Posted:October 4, 2025 12:30 pm
  • Updated:October 4, 2025 12:40 pm   

স্টাফ রিপোর্টার: ঘুরে ঘুরে ঠাকুর দেখা শেষ। আসছে বসে বসে ঠাকুর দেখার দিন। এক জায়গায় বসে, শহরের সেরা মাতৃপ্রতিমা দেখার সুযোগ মিলবে রবিবার। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে রেড রোডে ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল। এবার তা পা দিচ্ছে ১০ বছরে। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ একাধিক মন্ত্রী, টলিপাড়ার বিশিষ্টরা। কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ। আজ, শনিবার কার্নিভাল হবে সব জেলা শহরে।

Advertisement

ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালে উপরি পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম। সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা। ক্লাবকর্তাদের আলাদা পোশাক, রয়েছে বিশেষ থিম সং, নৃত‌্যানুষ্ঠান। ত্রিধারা অকালবোধনের শোভাযাত্রায় অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা কুমার। চালতাবাগান সর্বজনীনের কার্নিভালে থিম সং প্রত‌ুল মুখোপাধ‌্যায়ের ‘আমি বাংলায় গান গাই।’ পুজোর সম্পাদক মৌসম মুখোপাধ‌্যায় জানিয়েছেন, বাংলার নিজস্ব পোশাকের এক ঝলক দেখা যাবে চালতাবাগানের পদযাত্রায়। পাড়ার মহিলারা নতুন শাড়িতে, পুরুষরা পাঞ্জাবি, পায়জামা, ধুতিতে। হাতিবাগান সর্বজনীনের কর্তা শাশ্বত বসু জানিয়েছেন, কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দু’দিন আগে থেকেই।

বর্ণাঢ‌্য এ অনুষ্ঠান দেখতে আগ্রহ তুঙ্গে আমজনতার। ভিড় সামলানোর ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে পুলিশও। শুক্রবারও তুমুল ভিড় ছিল মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কালীঘাটের বাসভবনে। মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সরকারি দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছিলেন মুখ‌্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। হাতে করে নিয়ে এসেছিলেন উপহার। কোনও উপহার নিজের কাছে রাখেন না মমতা। চিরাচরিত রীতি মেনে এবারও তিনি এক হাতে উপহার নিয়ে অন‌্য হাতে তা তুলে দিয়েছেন আগত অতিথিদের হাতে। রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুলিশি মহড়া চূড়ান্ত। একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে। প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি। থাকবে সাংস্কৃতিক মিছিল।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্র‌্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়। সূত্রের খবর, রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি (প্রতিমা নিরঞ্জনের যানবাহন ব্যতীত) চলাচল দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ