Advertisement
Advertisement
Presidency University Entrance Result

জট কাটিয়ে প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, কবে থেকে ভর্তি?

ফলাফলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ছাপিয়ে গিয়েছে অন্যান্য বোর্ডের পড়ুয়ারা।

Presidency University Entrance Result 2025 published

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 25, 2025 2:06 pm
  • Updated:August 25, 2025 2:27 pm  

ধীমান রক্ষিত: দীর্ঘ টালবাহানার পরে অবশেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। সোমবার থেকে রাজ্য জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।  গত ৯ আগস্ট এই পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি মামলার জটিলতায় কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের কারণে পিছিয়ে যায় সম্পূর্ণ প্রক্রিয়া। অবশেষে নিজেদের ফলাফল জানতে পারায় স্বস্তিতে বহু পড়ুয়া। 

Advertisement

এবছর মোট ৫২৬২ পরীক্ষার্থী প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষায় বসেন। সোমবার ফলপ্রকাশের পর দেখা যায়, এর মধ্যে ৯৯.১৭ শতাংশ প্রার্থী পাশ করেছে। এই বছরের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। প্রবেশিকা পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৫৩ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। যদিও ফলাফল তুলনা করলে দেখা যাচ্ছে, সাফল্যের নিরিখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত স্কুলগুলির পড়ুয়াদের ছাপিয়ে গিয়েছে অন্যান্য বোর্ডের পড়ুয়ারা। উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ, যেখানে অন্যান্য বোর্ডের ৯৯.৬৬ শতাংশ পরীক্ষার্থীই সাফল্য পেয়েছে।

সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫১৭০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ৯২ জন পড়ুয়া ভিনরাজ্যের। প্রবেশিকার ফল দেখা যাবে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে – এবং  

ফলপ্রকাশের পরে এবার সফল পরীক্ষার্থীদের ভর্তির কাউন্সেলিং শুরু হবে। চার বছরের স্নাতক কোর্সে ভর্তির জন্য ২৬ আগস্ট কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়। এর আগে  ওবিসি  জটের কারণে সমস্ত ফলাফল প্রকাশই বাধা পাচ্ছিল না। কিন্তু গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জট কাটায় প্রথমে রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার ফলপ্রকাশ করল জয়েন্ট বোর্ড। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement