Advertisement
Advertisement
Raat Dokhol Live Update

‘রাত দখলে’ রাজপথ জুড়ে রাত জাগল তিলোত্তমা, অভয়ার বিচার চেয়ে হাজার কণ্ঠে ডাক, ‘উই ওয়ান্ট জাস্টিস’

বিচার চেয়ে ফের রাজপথে জনতা।

Raat Dokhol: reclaim the night protest in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:August 14, 2025 9:29 pm
  • Updated:August 15, 2025 2:39 am   

ফের রাত দখল। শ্যামবাজার-সহ কলকাতার একাধিক জায়গায় জমায়েত। প্রতিবাদ মিছিল রাজ্যের অন্যত্র। বিচার চেয়ে ফের রাজপথে জনতা। তবে প্রশ্ন, রাজনীতির কারবারে অভয়া কি বোড়ে মাত্র? আন্দোলনের নামে স্বার্থসিদ্ধির পথেই কি হাঁটছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী? রাত দখল সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাত দখল LIVE-এ।

Advertisement

রাত ০২.২৫: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে রাত জাগল কলকাতা-সহ গোটা রাজ্যে। অভয়ার বিচার চেয়ে হাজার কণ্ঠে ডাক উঠেছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’।   

রাত ০১.৪০: অভয়ার বিচার চেয়ে অতন্দ্র রাজ্য। রাসবিহারী মোড়ে তেরঙ্গা উড়ালেন প্রতিবাদীরা।   

রাত ১২.৪৫: লেকটাউনে রাত দখল। গভীর রাতেও জনজোয়ার। 

রাত ১২.৩০: সিঁথি মোড়ে রাত দখলের মঞ্চ।

সিঁথিতে রাত দখল । ছবি: সুমন দাস

রাত ১২টা: রাতদখল কর্মসূচি মেদিনীপুরেও। রাজপথে জনজোয়ার। প্রতিবাদীদের হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট। রয়েছে জাতীয় পতাকাও। দূরদূরান্ত পর্যন্ত কেবলই কালো মাথার সারি।

রাত ১১.৪৫: যাদবপুর কফি হাউসের সামনেও চলছে রাত দখল। এক বছর আগে আজকের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল পরিচিত রাজনীতি-কাঠামো। কোনও ব্যানার ছাড়াই এগিয়ে এসেছিল আট থেকে আশি।বৃহস্পতিবারের রাতে ফের একই দৃশ্য দেখল যাদবপুর।

যাদবপুর কফিহাউসের সামনে রাত দখল। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

রাত ১১.৩০: ১৪ আগস্ট ফের রাত দখল কর্মসূচির মাঝেই আত্মপ্রকাশ করল নতুন প্রতিবাদী মঞ্চ। এদিন মৌলালির যুব কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টক্স ফোরামের উদ্যোগে একটি গণ কনভেনশন হয়েছে। সেখানেই আত্মপ্রকাশ করে ‘ভয়েস অফ অভয়া: ভয়েস অফ উওমেন’। অভয়া মঞ্চের অন্যতম মুখ ডক্টর পুণ্যব্রত গুঁই অবশ্য বলছেন, ”আমি মনে করি একটাই মঞ্চ হওয়া উচিত দল-মত নির্বিশেষে।”

রাত ১১.০০: রাজপথই হয়ে উঠল দ্রোহের ক্যানভাস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় তুলি হাতে প্রতিবাদের স্লোগান।

সিঁথির মোড়ে রাত দখল। ছবি: সুমন দাস

রাত ১০.২০: বরানগরেও চলছে রাত দখল কর্মসূচি। আয়োজক অভয়া মঞ্চ (বরানগর)।

রাত ১০.১৮: সাঁতরাগাছি মোড়, কদমতলা পাওয়ার হাউস মোড়েও রাত দখলের কর্মসূচি।অভয়া মঞ্চের ডাকে।

রাত ১০.০৬: রাসবিহারীর মোড়েও চলছে রাত দখল।উপস্থিত রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। 

রাত ১০.০০: দুর্গাপুর শহরেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ ছোটদেরও।

রাত ৯.৫০: রাত দখল কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আয়োজক ‘অভয়া মঞ্চ’-র অভিযোগ, মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। 

রাত ৯.৪৫: রাত দখলের মঞ্চে গান প্রতিবাদীদের। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে।

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

রাত ৯.৪০: যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে অভয়ার বিচার চেয়ে রাত দখল। রাজপথে স্লোগান লিখলেন প্রতিবাদীরা। 

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

রাত ৯.১৫: শ্যামবাজারের মঞ্চে যোগ কালীগঞ্জে উপনির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের বালিকা তামান্নার মায়ের। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি। 

Tamanna
শ্যামবাজারে রাত দখলের মঞ্চে তামান্নার মা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

রাত ৯: শ্যামবাজারে শুরু মিছিল।

Raat-Dokhol

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ