Advertisement
Advertisement
Kolkata

কলকাতায় একরাতের বৃষ্টি ছাপিয়ে গেল আমফানের ভয়াবহ দুর্যোগকেও! পরিমাণ জানেন?

দুর্যোগে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

Rainfall of Monday night surpassed amphan record in Kolkata
Published by: Subhankar Patra
  • Posted:September 23, 2025 2:46 pm
  • Updated:September 23, 2025 3:06 pm   

নিরুফা খাতুন: একরাতের বৃষ্টির পরিমাণ ছাপিয়ে গেল আমফানের ভয়াল রাতকেও! সোমবার মেঘভাঙা বারিধারায় ডুবল কলকাতা। আমফান রাজ্যে আছড়ে পড়েছিল ২০২০ সালের মে মাসের ২১ তারিখে। সেই দিন ২৩৬.৩ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। গতকাল সোমবার শহর ভেসেছে ২৫১.৪ মিলিমিটার বৃষ্টিতে।

Advertisement

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাত্র পাঁচঘণ্টার ‘আকস্মিক’ বৃষ্টিতে কার্যত জলের তলায় কলকাতা। তবে কলকাতা ভেসে যাওয়া নতুন নয়। মহানগরের ভৌগলিক আকৃতি অনেকটা কড়াইয়ের মতো। বৃষ্টিতে তা ভাসবেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মহানগর এত পরিমাণ বৃষ্টি দেখেছিল সেই ১৯৭৮ সালে। সেই মাসটাও ছিল সেপ্টেম্বর। সেই বছরের ২৮ তারিখে ৩৬৯.৬ মিলিমিটার বৃষ্টিতে ভেসে গিয়েছিল শহর। তারপর ১৯৮৬ সালে সেই সেপ্টেম্বর মাসেরই ২৬ তারিখ এমনই কালোমেঘে ২৫৯.৫ মিলিমিটার বৃষ্টি হয় শহরে। তারপর গতকালের বৃষ্টি। সোমবার কয়েক ঘণ্টায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। হাওয়া অফিসের রেকর্ড অনুসারে, সেপ্টেম্বর মাসে একদিনে হওয়া বৃষ্টির তালিকায় প্রথম স্থানে রয়েছে ১৯৭৮ সালের বৃষ্টি। তৃতীয় রেকর্ড তৈরি করছে সোমবারের বৃষ্টি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে। কিন্তু তা এই পরিমাণ সেই সংক্রান্ত কোনও সতকর্তা ছিল না বলেই দাবি করছে সরকারি সূত্র। এই দুর্যোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন কলকাতার ৭ বাসিন্দা। তাঁদের পরিবারের কোনও সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। শহরে যাতে তাড়াতাড়ি জল নামানো যায়, যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ করছে কলকাতা পুরসভা। তবে গঙ্গায় জোয়ারের জন্য লকগেটগুলি কিছুক্ষণ বন্ধ রাখতে হবে। এই অবস্থায় আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সবদিক ভাবাচ্ছে পুরপ্রশাসনকে। তবে কাজ চলছে জোরকদমে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ