প্রতীকী ছবি
সুব্রত বিশ্বাস: শহরে মাদক পাচারের ছক! বৃহস্পতিবার বিকালে শিয়ালদহ স্টেশনে এসে নামতেই এক পাচারকারী গ্রেপ্তার করল আরপিএফ। ধৃতের কাছ থেকে তিন কেজি হিরোইন ও তিন কেজি মরফিন বাজেয়াপ্ত করা হয়েছে বলে আরপিএফ আধিকারিকরা জানিয়েছেন।
জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে চারটা নাগাদ শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছয় আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস। এরপর ট্রেন থেকে এক ব্যক্তি নামতেই তাঁর কাছে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। এদিকে আরপিএফকে দেখে ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। আরপিএফের তরফে জানানো হয়েছে, ব্যাগের মধ্যে রসুনের প্যাকেটের ভিতর ওই মাদকগুলি লুকিয়ে রেখেছিলেন অভিযুক্ত। আরপিএফ সূত্রে খবর, ধৃত আব্বাস আজমিরী রাজস্থানের প্রতাপগরের বাসিন্দা।
এদিকে অভিযুক্তকে আটক করে নারকোটিক্স বিভাগের আধিকারিকদের খবর দেয় আরপিএফ। ওই মাদকগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে জেরা করেন নারকোটিক্স বিভাগের আধিকারিকরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাদক পাচারের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এদিকে বিপুল পরিমাণ মাদক শহরে ঢোকায় উদ্বিগ্ন নারকটিক্স বিভাগের আধিকারিকরাও। জানা গিয়েছে, ওই বিশাল পরিমাণ মাদক শিয়ালদহে নেমে এক ব্যাক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল আব্বাসের। ধৃতকে জেরা করে সেই ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে আরপিএফের তরফে জানানো হয়েছে ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.