Advertisement
Advertisement
Rakesh Singh

প্রদেশ কংগ্রেসে দপ্তরে হামলার ঘটনায় জামিন পেলেন রাকেশ, কবে জেলমুক্তি?

হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রাকেশ।

Rakesh Singh gets bail in the case of attack on congress office

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 18, 2025 6:40 pm
  • Updated:September 18, 2025 7:19 pm  

অর্ণব আইচ:  প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় জামিন পেলেন রাকেশ সিং। আজ বৃহস্পতিবার শিয়ালদহ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান রাকেশ। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না রাকেশ সিংয়ের। যাদবপুরের একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলা এখনও বিচারাধীন। ফলে আপাতত জেলেই থাকতে হবে বিজেপি নেতাকে।

Advertisement

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। বিহারের কংগ্রেসের একটি সভায় স্থানীয় এক কর্মী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মাকে নিয়ে কুমন্তব্য করে বলে অভিযোগ। এরপরই প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল পাওয়া যাচ্ছিল না। তাঁর বাড়িতেও তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে খোঁজ মেলেনি রাকেশের। এরপরই রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। যদিও আগেই শিবমের জামিন মঞ্জুর করে আদালত।

এদিন রাকেশের জামিনের তীব্র বিরোধীতা করেন সরকারি আইনজীবী। যদিও রাকেশের আইনজীবী আদালতকে জানান, ধৃত বিজেপি নেতার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে জেলে রয়েছেন। তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে জামিন দেওয়ার আবেদন জানান আইনজীবী। সবপক্ষের বক্তব্য শুনে প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলার ঘটনায় বিজেপি নেতাকে জামিন দেয় আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement