Advertisement
Advertisement

Breaking News

Ratha Yatra 2025

বঙ্গে শাসক বিরোধীর রথযাত্রা-রাজনীতি তুঙ্গে, তৃণমূলের পালটা কর্মসূচি শুভেন্দুর

বুধবার আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে একটি সভা করেন শুভেন্দু।

Ratha Yatra 2025: Bjp arranges special programme on Ulto Rath
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 12, 2025 12:29 pm
  • Updated:June 12, 2025 1:47 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গে রথযাত্রা নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। রথকে সামনে রেখে এবার বাংলার রাজনীতিতে লড়াই শাসক-বিরোধীর। হিন্দুত্বকে সামনে রেখে রাজনীতি করা বিজেপি অবশ্য দিঘায় জগন্নাথধাম উদ্বোধন হওয়ার পরই পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় জগন্নাথধাম তৈরি হওয়ার পর সেখানে প্রতিদিন জনজোয়ার আছড়ে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রথকে সামনে রেখে শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে নেতা-নেত্রীরা রথযাত্রাকে বিরাট উৎসব হিসাবে পালন করছে এবার।

Advertisement

তৃণমূলের দাবি, অনেক আগে থেকেই স্নানযাত্রা, সোজা ও উল্টো রথ পালন করা হয় এলাকায় এলাকায়। পাঁপড়-জিলিপি বিলি করে কার্যত উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু ‘হিন্দুত্ব’ নিয়ে জিগির তোলা বিজেপি এবার রথযাত্রা ইস্যুতে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রথের দিন পালটা কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নিয়েছেন। বিভিন্ন রথযাত্রা কমিটিকে আর্থিক ও নানাভাবে সাহায্য করছেন তিনি। রথযাত্রা কমিটিকে সাহায্য করলে সেই সমস্ত কমিটির তরফে বিজেপি নেতা বা শুভেন্দুদের রথের দিন আমন্ত্রণ জানাতে হবে। সেই শর্তও অবশ্য রাখছে গেরুয়া শিবির। রামনবমীর মতোই রথযাত্রা বাংলায় পালন করা হবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বুধবার আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে একটি সভা করেন শুভেন্দু। ছিলেন সাধুসন্তরাও। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো’। শুভেন্দু বলেন, “রামনবমীতে রাজ্যে দেড় কোটি মানুষ শামিল হয়েছেন। এবার রথযাত্রাতেও তাই করতে হবে। রথে রাস্তা সাজিয়ে তুলুন, ভরিয়ে দিন।”

এদিন ২০টি রথযাত্রা কমিটিকে গেরুয়া শিবিরের তরফে আর্থিক ও অন্যান্য সাহায্য করা হয়। রাজনৈতিক মহল মনে করছে, ‘হিন্দুত্বের’ জিগির তুলে বিজেপি এবার যেভাবে রথযাত্রার দিন কর্মসূচি সাজাচ্ছে তা আগে কখনও হয়নি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে উৎসবের আকারেই রথযাত্রা পালন করেছে এলাকায় এলাকায়। শাসকদলের তরফে জিলিপি-পাঁপড় বিলি করা হয়েছে, কোথাও আবার শিশুদের জন্য ছোট ছোট রথও বিলি করা হয়েছে। এবারও তাই হবে। আর দিঘার জগন্নাথধামের পাল্টা নামতে গিয়ে রথযাত্রা উৎসবকে এবার রাজনীতির রং লাগিয়ে দিল গেরুয়া শিবির। তমলুক, মেচেদা-সহ একাধিক জায়গায় রথযাত্রার কর্মসূচিতে এবারও উপস্থিত থাকবেন বলে এদিন শুভেন্দু অধিকারী জানান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement