Advertisement
Advertisement
Kishwar Jahan

‘হৃদয়ে চিরদিন থাকবেন’, রিজওয়ানুর রহমানের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Rizwanur Rahman's mother Kishwar Jahan passes away
Published by: Sayani Sen
  • Posted:September 3, 2025 10:17 pm
  • Updated:September 3, 2025 10:34 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রয়াত রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহান। বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রী লেখেন, “রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মা কিশওয়ার জাহানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওঁর সাথে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। আমি প্রতি ইদে ওঁর সঙ্গে দেখা করতে যেতাম। কত পুরনো স্মৃতি আজ মনে আসছে। আমার হৃদয়ে উনি চিরদিন থাকবেন।” রুকবানুর-সহ স্বজনহারা পরিবারের সকলকে আন্তরিক সমবেদনাও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর চাপড়ার তৃণমূল বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা। গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। চলতি বছরেও ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। রাস্তার দু’পাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। কথা বলেন রিজওয়ানুরের মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। সাক্ষাতের মাত্র কয়েকমাসের মধ্যে এমন দুঃসংবাদে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ