Advertisement
Advertisement
Higher Secondary

ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার! কবে হবে পরীক্ষা?

সেমেস্টার পদ্ধতির বিধি অনুসারে ছ'মাস পঠনপাঠনের পর পরীক্ষা হওয়ার কথা।

Second semester of higher secondary is moving forward for elections
Published by: Subhankar Patra
  • Posted:October 10, 2025 9:05 am
  • Updated:October 10, 2025 9:05 am   

স্টাফ রিপোর্টার: আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। সেমেস্টার পদ্ধতির বিধি অনুসারে ছ’মাস পঠনপাঠনের পর পরীক্ষা হওয়ার কথা। গত ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমেস্টারের পরীক্ষা। বিধি মানলে দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা হওয়ার কথা ১৬ মার্চ থেকে। কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে তার আগেই ফেব্রুয়ারিতে।

Advertisement

আর এতে পুরো সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষক মহলে। তাঁদের উদ্বেগের কারণ, প্রায় গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল। অন্য নানা পরীক্ষাও রয়েছে। সরকারি ভাবে পঠনপাঠন শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর। অর্থাৎ, সাকুল্যে মাস তিনেক সময় পাবেন শিক্ষকরা। ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠনপাঠন। তাই সিলেবাস কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা।

নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “নভেম্বর থেকে পুরোদমে পঠনপাঠন শুরু হলেও হাতে মাত্র ৯০ দিন সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ।” এ প্রসঙ্গে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, “এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্রাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব। শিক্ষা সংসদের উচিত পড়ুয়াদের কথা ভেবে সিলেবাস কাটছাঁট করা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া।” শিক্ষকরা বলছেন, নভেম্বরে ক্লাস শুরু হলেও নানা কার্যক্রম রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৩ থেকে ১৩ নভেম্বরের সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট হওয়ার কথা। ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পঞ্চম থেকে নবম শ্রেণির সামিটিভ পরীক্ষা।

ফলে সেই সময়ও ক্লাস বিঘ্নিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের শেষে পড়বে শীতের ছুটি। জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস, নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস-সহ একাধিক সরকারি ছুটি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে এই সময়। ফলে পড়ুয়ারা ৭০-৭৫ দিনও সময় পাবে না। যদিও সিলেবাস কমানো বা পরীক্ষা পিছনোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের ব্যাখ্যা, সরকারের অনুমতি নিয়েই ২০২৬-এর পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য, “সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক। পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ রাখবে। তবে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার সুযোগ নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ