সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আইবির রিপোর্ট মেনে এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন শুধুমাত্র বাংলায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপি বিধায়ক। এবার থেকে অন্য রাজ্য়েও একই নিরাপত্তা পাবেন তিনি।
সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি আইবি রিপোর্ট দিয়েছে। শুভেন্দু অধিকারী থ্রেট পারসেপশন রিপোর্ট দিয়েছে তারা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিপদ কতটা তার উল্লেখ রয়েছে রিপোর্টে। এর পরই নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক। জানানো হয়েছে, বাংলা ছাড়া দেশের অন্যান্য রাজ্যেও জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। এতদিন সেখানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন।
এর ফলে এবার থেকে শুভেন্দুর সঙ্গে অতিরিক্ত নিরাপত্তারক্ষী থাকবে। কনভয়ে থাকবে বুলেটপ্রুফ গাড়িও। তবে কেন্দ্রের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল। প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরের শেষদিকে রাজ্যের মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু। তার আগেই রাজ্যের তিনটি দপ্তরের মন্ত্রী থাকাকালীন যে ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু, তা ছেড়ে দেন তিনি। বিজেপিতে যোগদানের আগেই কেন্দ্রের তরফে তাঁকে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.