সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণ পরেই রেড রোডে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যে প্রশাসনের শীর্ষকর্তারা। সাধারণতন্ত্রের অনুষ্ঠানের জন্য রবিবার সকাল থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ থাকবে বেশ কিছু রাস্তাও। কুচকাওয়াজ চলা পর্যন্ত ওই রাস্তার দিকে কোনও গাড়ি যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ তারিখ রাত ১০টা থেকে ২৬ তারিখ কুচকাওয়াজ চলা পর্যন্ত বন্ধ থাকছে রেড রোড। সঙ্গে একাধিক রাস্তা বন্ধ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, রবিবার সকাল ৫টা ৩০ মিনিট থেকে হাসপাতাল রোডের পূর্ব ও পশ্চিম দিক। এছাড়া লাভার্স লেন, খিদিরপুর রোডের ঘোড়া পাস থেকে জওহরলাল নেহরুর আইল্যান্ড পর্যন্ত বন্ধ থাকবে। তবে এজেসি বোস রোড ও খিদিরপুর ব্রিজে গাড়ি চলতে পারবে।
সাধারণতন্ত্রের অনুষ্ঠানের জন্য আরআর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইন্স ওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র্যাম্পও বন্ধ রাখা হচ্ছে। সারাদিন নয়, অনুষ্ঠান শেষ হলেই রাস্তাগুলি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.