Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

এখনই ধুলিয়ান যেতে পারছেন না শুভেন্দু, বিরোধী দলনেতার মামলায় হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ

মামলা যাবে প্রধান বিচারপতির কাছে।

Single bench did not interfere in Suvendu Adhikari case

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 16, 2025 5:25 pm
  • Updated:April 16, 2025 6:08 pm  

গোবিন্দ রায়: এখনই মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে পারছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সেখানে আগামিকাল কেন্দ্র-রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

মুর্শিদাবাদে যেতে পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দুকে অনুমতি দিচ্ছে না। কিন্তু বিভিন্ন দলের নেতা-নেত্রীরা সেখানে যাচ্ছেন বলে দাবি করেছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধুলিয়ানে যেতে চেয়ে মামলা করেন শুভেন্দু। বুধবার শুনানির শেষে হস্তক্ষেপ করল না হাই কোর্ট। জনস্বার্থ মামলা বিচারাধীন থাকায় হস্তক্ষেপ করেনি আদালত।

এদিকে, আগামিকাল হাই কোর্টে এনআইএ চেয়ে মামলার শুনানি রয়েছে। বিরোধী দলের পাশপাশি আক্রান্ত পরিবারের সদস্যরাও এই একই আবেদন করেছে। সেই মামলাগুলির সঙ্গে শুভেন্দুর মামলাও আগামিকাল হাই কোর্টে উঠতে পারে। 

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। একের পর এক ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। বিশেষ দল গঠন করেছে পুলিশ। যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই দিকে কড়া নজর রেখেছে পুলিশ-প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement