অর্ণব আইচ: গ্রেপ্তারির সন্ধ্যায় ফার্ন রোডে কার সঙ্গে দেখা করেন মনোজিৎ ও জাইব? কসবা কাণ্ডের তদন্তে নেমে এবার এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তিন অভিযুক্তকে মুখোমুখি বসালেই সদুত্তর মিলতে পারে বলে আশাবাদী সিটের সদস্যরা।
কসবা কাণ্ডের পরতে পরতে রহস্য। ঠিক কী ঘটেছিল ওই কয়েকঘণ্টায়? তা এখনও স্পষ্ট নয়। ওই আইন কলেজ থেকে বেরনোর পর অভিযুক্তদের পদক্ষেপ কী ছিল, তাও কার্যত অজানাই। তবে সূত্র মারফত প্রকাশ্যে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ঘটনার সন্ধ্যায় বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জাইব। কিন্তু কে সে? তা এখনও ধোঁয়াশা। এদিকে ঘটনার পর একাধিকজনকে ফোন করেছিলেন ধৃতরা। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্তভার গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল কলেজে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লালবাজারের সূত্র জানিয়েছে, প্রথমে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’-এর পাঁচজন সদস্য কাজ শুরু করেন। এদিন ‘সিট’-এর সদস্য সংখ্যা বাড়ানো হয়। এখন ন’জন ‘সিট’ সদস্য তদন্ত করছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে কয়েকদিনের মধ্যে ফের নির্যাতিতাকে ধর্ষণের ছক কষেছিল মনোজিৎ। ব্যাপারটি সে সঙ্গীদেরও জানিয়েছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.